আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:
চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেড এলাকায় গাড়ি চাপায় এক নারী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৭ অক্টোবর) আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে কর্ণফুলী ইপিজেডের স্টিল মিলস বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের থেকে জানা গেছে, নিহত ঐ নারীর নাম মনি আক্তার।কর্ণফুলী ইপিজেডের ভেঞ্চুরা নামে একটি কারখানায় তিনি কর্মরত ছিলেন।মনি আক্তার চট্টগ্রামের চন্দনাইশ এলাকার বাসিন্দা। সকালে কর্মস্থলে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন ।
চট্টগ্রাম পতেঙ্গা থানার উপপরিদর্শক বেলায়েত হোসেন এ বিষয়ে জানান, মনি আক্তার নামে এক শ্রমিক দুর্ঘটনার শিকার হন। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।