ঢাকা | বঙ্গাব্দ

চট্টগ্রাম নগরীতে বৃষ্টির পানিতে বেড়েছে মানুষের ভোগান্তি

চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকায় আজ সোমবার(২৮জুলাই) সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কিছু কিছু এলাকায় প্রচুর জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানমুখী মানুষজনকে ভোগান্তিতে পড়তে হয়েছে। পানি ঢুকে পড়েছে নগরের রেয়াজুদ্দিন বাজারসহ বিভিন্ন স্থানের দোকানপাটে।
  • আপলোড তারিখঃ 28-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 6337 জন
চট্টগ্রাম নগরীতে বৃষ্টির পানিতে বেড়েছে মানুষের ভোগান্তি ছবির ক্যাপশন: পানিতে ডুবে যাওয়া রাস্তা
ad728




আমিনুল হক,নিজস্ব প্রতিনিধি:

চট্টগ্রাম নগর ও আশপাশের এলাকায় আজ সোমবার(২৮জুলাই) সকাল থেকে মুষলধারে বৃষ্টি হচ্ছে। কিছু কিছু এলাকায় প্রচুর জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ কারণে যান চলাচলে বিঘ্ন ঘটছে। অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানমুখী মানুষজনকে ভোগান্তিতে পড়তে হয়েছে। পানি ঢুকে পড়েছে নগরের রেয়াজুদ্দিন বাজারসহ বিভিন্ন স্থানের দোকানপাটে।


পতেঙ্গা আবহাওয়া অফিস জানায়, আজ সোমবার সকাল ৯টা পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় ৫৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এ ছাড়া চট্টগ্রামের আমবাগান আবহাওয়া কেন্দ্রে একই সময়ে রেকর্ড করা হয়েছে ৫৫ মিলিমিটার বৃষ্টি।



বৃষ্টির কারণে চট্টগ্রামের প্রবর্তক মোড়, রেয়াজুদ্দিন বাজার, তিনপোলের মাথা, কাপাসগোলা, কাতালগঞ্জ, চান্দগাঁও, জুবিলি রোড, ওয়াসা, জিইসি মোড়, হালিশহর, পাঁচলাইশ মোড়, আতুরার ডিপো, মোহাম্মদ আলী রোড, আগ্রাবাদ, বিবিরহাটসহ আরও কিছু এলাকায় হাঁটুপানি জমেছে। জলাবদ্ধতার কারণে যানবাহনগুলো চলছে ধীরগতিতে। নানান স্থানে সিএনজিচালিত অটোরিকশা বিকল হয়ে রাস্তায় যানজটের সৃষ্টি হয়। নগরীর আখতারুজ্জামান উড়ালসড়কেও পানি জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হয়েছে।


সকাল সাড়ে ৯টায় সরেজমিন দেখা যায়, নগরের আতুরার ডিপো এলাকায় হাটহাজারী সড়কের ওপর হাঁটুপানি উঠেছে। এ সময় সেখানে যানজট দেখা যায়। রাস্তার দুই পাশেই যানবাহন চলছিল একেবারে ধীরগতিতে।


সকাল ১০টায় নগরের রেয়াজুদ্দিন বাজার এলাকায় দেখা যায়, কাঁচাবাজার ও কাপড়ের গলিতে হাঁটুপানি উঠেছে। তিনপোলের মাথার এস আলম এন্টারপ্রাইজ নামে দোকানে গোড়ালির ওপর পর্যন্ত পানি। দোকানিকে পানি পরিষ্কার করার পাশাপাশি মালামাল রক্ষা করতে দেখা যায়। রেয়াজুদ্দিন বাজারের কাপড়ের গলিতেও দোকানের ভেতরে পানি ঢুকে পড়ে।



জলাবদ্ধতা ও বৃষ্টির কারণে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানমুখী লোকজন।দেখা গেছে বৃষ্টিতে ভিজে হাঁটুপানি মাড়িয়ে তাঁরা গন্তব্যে ছুটেছেন। এ সময় সড়কে যানবাহন কমে যাওয়ায় রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার জন্য যাত্রীদের গুনতে হয় বাড়তি ভাড়া।


চট্টগ্রাম সিটি করপোরেশনের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব কুমার শর্মা বলেন-খাল, নালা পরিষ্কার রয়েছে। তবে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হওয়াতে বিভিন্ন স্থানে পানি উঠেছে। এতে পানি নিষ্কাশনে ব্যাঘাত ঘটছে।



চট্টগ্রাম পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল হাসান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গত শনিবার উপকূল অতিক্রম করেছে। তবে এখনো তার প্রভাব রয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ু সক্রিয় থাকায় চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে। আজ সারা দিন বৃষ্টি থাকবে। আগামীকাল মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমে আসবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত