মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে এসআলম গ্রুপ কর্তৃক ২০১৭ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসলামী ব্যাংকে অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত অদক্ষ কর্মকর্তাদের অনতিবিলম্বে ছাঁটাইয়ের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ইসলামী ব্যাংকের সাধারণ গ্রাহকরা। সোমবার (০৬ অক্টোবর) নবীনগর প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত সাধারণ গ্রাহকরা চারটি দাবী জানান। ১. ২০১৭ থেকে ২০২৪ এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে। ২. অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দানের ব্যবস্থা করতে হবে। ৩. এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে।
৪. যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই চারটি দাবি দ্রুত বাস্তবায়নের দাবি জানিয়ে বক্তারা অভিযোগ করেন, গত কয়েক বছরে ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা অবৈধভাবে লুটপাট করা হয়েছে। অথচ সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। ব্যাংকের প্রতিষ্ঠাতা ও প্রকৃত ইসলামী মূল্যবোধে বিশ্বাসী কর্মকর্তাদের বদলে এখন এমন অদক্ষ লোকজন দায়িত্বে রয়েছেন যারা ব্যাংক পরিচালনার যোগ্যই নয়।
বক্তারা আরো বলেন, ‘ইসলামী ব্যাংক এস আলম চক্রের কবলে পড়ে ব্যাংকের নীতিমালা উপেক্ষা করে যোগ্যতা বিবেচনা না করেই নিজেদের লোকজনকে পদে পদে বসিয়েছে। এতে ব্যাংকের শরিয়াহভিত্তিক নীতি ও গ্রাহকদের বিশ্বাস ধ্বংস হয়েছে।’ তারা ইসলামী ব্যাংকে যারা লুট করেছে, তাদের বিচার করে আমানতকারীদের টাকা ফেরত ও ব্যাংকটিকে এস আলমের প্রভাবমুক্ত করে শরিয়াহভিত্তিক ন্যায্য ব্যাংকিং ব্যবস্থায় ফিরিয়ে আনারও দাবি জানান।
মানববন্ধনে ইসলামী ব্যাংক গ্রাহক মাওলানা আবুল বাশারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, মাওলানা আমির হোসাইন। বক্তব্য রাখেন, মু. শফিকুল ইসলাম, আব্দুল কাইয়ুম মাস্টার, গোলাম কিবরিয়া মোল্লা, কামাল হোসেন, নাছির উদ্দিন প্রমুখ।