ঢাকা | বঙ্গাব্দ

সুলতানপুরে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে প্রায় ১,৫৩,৫২,১০০/ টাকা সমমূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে ব্যাটালিয়ন ৬০ বিজিবি।
  • আপলোড তারিখঃ 07-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 118380 জন
সুলতানপুরে দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ ছবির ক্যাপশন: সুলতানপুরে জব্দ করা দেড় কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল
ad728

 

অধ্যাপক শেখ কামাল উদ্দিন:

ব্রাহ্মণবাড়িয়ার সুলতানপুরে প্রায় ১,৫৩,৫২,১০০/  টাকা সমমূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে ব্যাটালিয়ন ৬০ বিজিবি।

 শুক্রবার (৭ মার্চ) জেলার কসবা উপজেলাধীন মজলিশপুর হতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে এক কোটি তিপ্পান্ন লক্ষ বায়ান্ন হাজার একশত টাকা সমমূল্যের ভারতীয় বাজি, Whitening Glow Facial Kit, GM TRUM Seram, Pinoglo Cream, Lenaz Lotion, Lsotretinoin, Hexagm Bar, স্ক্রীন সাইন ক্রীম, প্লাস্টিকের বয়াম, বিভিন্ন প্রকার চশমা, বিভিন্ন প্রকার উন্নত মানের শাড়ি এবং থ্রি-পিস জব্দ করা হয়।

সুলতানপুর ব্যাটালিয়ন অধিনায়ক লে: কর্নেল  জিয়াউর রহমান, পিবিজিএম, ব্যাটালিয়ন বিজিবিএমএস, এএসসি, পরিচালক এ সংবাদ নিশ্চিত করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল