নিজস্ব সংবাদদাতা কচুয়া( বাগেরহাট)।
কচুয়ায় সিরাতুন্নাবি (সঃ) উপলক্ষে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া এবং হযরত মুহাম্মদ (সা:) এর জীবন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সকাল ১০টায় কচুয়া দ্যা মেসেঞ্জার ইসলামিক একাডেমী মিলনায়তনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে দ্যা মেসেঞ্জার ইসলামিক একাডেমির প্রিন্সিপাল মাওলানা মোশারফ হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহতামিম পদ্ম নগর মাদ্রাসা মুফতি সরদার ইমরান হুসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া বাজার বনিক সমিতির সেক্রেটারি সরদার সুমন, প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ তুহিন খান,অতিথি মোঃ আমিনুল ইসলাম প্রমুখ।
এসময় অভিভাবকদের পক্ষ থেকে মোঃ জাহিদ শেখ আলোচনা রাখেন। বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পাশাপাশি হযরত মুহাম্মদ (সঃ) আদর্শ ধারণ করে জীবন পরিচালিত করবে। তবেই ইহকাল ও পরকাল হবে শান্তি ও সুখের। পরিশেষে সবার মঙ্গল ও মহানবী হযরত মুহাম্মদ (সঃ) এর প্রতি দরুদ পাঠশেষে মোনাজাত পরিচালন করেন। স্কুলে এমন আয়োজন দেখে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা।
আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল শেষে কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলে দেন।##