কটিয়াদী(কিশোরগঞ্জ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের কটিয়াদীতে জাতীয় স্যানিটারি মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার দুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে উপজেলার পরিষদের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী রবিউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈদুল ইসলাম।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা জামায়েত ইসলামী আমির মোজাম্মেল হক জোয়ারদার, উপজেলা ইন্সট্রাক্টর শাহজাহান কবিরসহ আরো অনেকেই।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ আছমা আক্তার, কটিয়াদী বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক ও পৌর যুবদলের সদস্য সচিব মোঃ জিল্লুর রহমানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল ও কলেজের শিক্ষার্থী।