ঢাকা | বঙ্গাব্দ

নবীন শিার্থীদের পদচারণে মুখর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ

‘তোমাদের পদচারণায় মুখরিত হোক এই অঙ্গণ’ প্রতিপাদ্যকে ধারণ করে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিএমটি শাখার ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কাসের মধ্য দিয়ে নবীন শিার্থীদের বরণ করে নেওয়া হয়।
  • আপলোড তারিখঃ 15-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 53103 জন
নবীন শিার্থীদের পদচারণে মুখর তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজ ছবির ক্যাপশন: নবীন বরণ
ad728


আমিনুল ইসলাম বাবুল, স্টাফ রিপোর্টার:

‘তোমাদের পদচারণায় মুখরিত হোক এই অঙ্গণ’ প্রতিপাদ্যকে ধারণ করে তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিএমটি শাখার ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন কাসের মধ্য দিয়ে নবীন শিার্থীদের বরণ করে নেওয়া হয়।

সোমবার (১৫ সেপ্টেম্বর) তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. পপি খাতুন।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাব্বির রহমান।

নবীনদের বরণ করতে রঙিন আলপনা, ফুল ও সৃজনশীল সাজসজ্জায় কলেজ ক্যাম্পাস বর্ণিল করে তোলা হয়। নবীন শিার্থীদের হাতে তুলে দেওয়া হয় ফুল। পরিচিতি কাসে শিকেরা কলেজের নিয়মশৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেন। 

ক্যাম্পাস ঘুরে দেখা যায়, নবীন শিার্থীদের পদচারণে মুখর সহিলাটির সবুজ চত্বর। কলেজের রেইট্রি চত্বর, স্মৃতিফলক চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার, মেহগনি চত্বর ও পুকুরঘাটে নতুন– পুরোনো শিার্থীদের আড্ডা বসেছে। হাতে ফুল নিয়ে নতুন বন্ধুদের সঙ্গে দল বেঁধে ক্যাম্পাস ঘুরে বেড়াচ্ছেন অনেকে। ক্যাম্পাসের বিভিন্ন জায়গা ও স্থাপনার সামনে দাঁড়িয়ে ছবি তুলছেন তাঁরা। নবীন শিার্থীদের সঙ্গে অনেক অভিভাবকও এসেছেন।

পরিচিতি কাস শেষে ‘বাবুল’ ভবনের সামনে কথা হয় মানবিক বিভাগের নবীন শিার্থী সাজেদা জাহানের সঙ্গে। তিনি বলেন, ‘এত সুন্দর আয়োজনের মাধ্যমে আমাদের বরণ করে নেবে, সত্যি ভাবিনি। কাসের নতুন বন্ধু ও সিনিয়র ভাইয়েরা সবাই আন্তরিক। মনে হচ্ছে, আমি আজ এক নতুন পরিবার পেয়েছি।’

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন তাড়াইল মুক্তিযোদ্ধা সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ রফিকুল ইসলাম,

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. আশরাফ আলী, অর্থনীতি বিভাগের প্রভাষক আবুল কাশেম খান প্রমুখ।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছা. পপি খাতুন বলেন, তাড়াইল উপজেলার শ্রেষ্ঠ শিা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিার্থীরা তোমরাই এ দেশের কর্ণধার হবে একদিন। তোমাদের দিকে তাকিয়ে আছে গোটা দেশ। কিন্তু কোনোভাবে তোমরা যেন বিপথগামী না হও সে দিকে ল্য রাখতে হবে। তোমাদের কোনো সহপাঠী যেন মাদক ও বাল্যবিবাহের কবলে না পড়ে সে দিকেও ল্য রাখতে হবে।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান