ঢাকা | বঙ্গাব্দ

খাগড়াছড়ির ‎পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত

খাগড়াছড়ি: ‎জেলার পানছড়িতে সারাদেশের ন্যায় জাতীয় পুষ্টি সপ্তাহ/২০২৫ এর সমাপনী আলোচনা সভা পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 03-06-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 145944 জন
খাগড়াছড়ির ‎পানছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ সমাপনী  ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত ছবির ক্যাপশন: আলোচনা সভা
ad728


ইকবাল হোসাইন পানছড়ি প্রতিনিধি ,খাগড়াছড়ি:

‎জেলার পানছড়িতে  সারাদেশের ন্যায় জাতীয় পুষ্টি সপ্তাহ/২০২৫ এর সমাপনী আলোচনা সভা পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

‎ ৩ জুন ২০২৫, মঙ্গলবার সকালে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের ও স্বাস্থ্য বিভাগে যৌথ আয়োজনে  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভা কবিতা,আবৃত্তি, চিত্রাঙ্কণ,গানের প্রতিযোগীতায় অংশগ্রহন কারী এবং বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

‎সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। 

‎পুষ্টি বিষয়ে দেশব্যাপী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে " শিশু থেকে প্রবীণ-পুষ্টিকর খাবার সার্বজনীন" প্রতিপাদ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনুতোষ চাকমা।

‎বক্তারা বলেন, নিরাপদ খাবার গ্রহণ, খাবারের পুষ্টিমান ও নিরাপত্তা বজায় রাখা, চিনি ও লবণের ব্যবহার সীমিত করা, অতিরিক্ত ভাজা ও ফাস্টফুড বর্জন করা এবং শিশু ও প্রবীণদের জন্য পুষ্টিকর খাবার নিশ্চিত করা সহ  সুস্থ জীবনের জন্য পুষ্টির গুরুত্ব অপরিহার্য। এই সপ্তাহ পালনের মাধ্যমে আমরা জনসচেতনতা বৃদ্ধি করতে এবং একটি স্বাস্থ্যকর জাতি গঠনে ভূমিকা রাখতে পারব। সরকার জনস্বাস্থ্য ও পুষ্টির উন্নয়নে বদ্ধপরিকর। সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটি পুষ্টি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।”

‎ অন্যান্যদের মধ্যে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুল গণি, মহিলা বিষয়ক কর্ম কর্তপ্রা মনিকা বড়ুয়া, উপজেলা পুষ্টি  কমিটির সদস্য ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি ,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীগন  উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান