ঢাকা | বঙ্গাব্দ

পানছড়িতে উল্টো রথযাত্রার মাধ্যমে রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ৯ দিনব্যাপি উৎসব শেষ হলো

  • আপলোড তারিখঃ 05-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 26913 জন
পানছড়িতে উল্টো রথযাত্রার মাধ্যমে রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে ৯ দিনব্যাপি উৎসব শেষ হলো ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

পানছড়ি প্রতিনিধি,  সারাদেশের ন্যায় পানছড়িতে উল্টো রথযাত্রার মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের ৯ দিনব্যাপী রথযাত্রা উৎসব শেষ হলো। 
 শনিবার( ৫ জুলাই )সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানমালা ও বিকালে বর্ণাঢ্য র‍্যালি ও উল্টো রথ টানার মধ্যদিয়ে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় আনুষ্ঠানিকতার সমাপ্তি  হয়।
এতে অংশ নেন সনাতনী সম্প্রদায়ের ৫ শতাধিক  নারী-পুরুষ ও ভক্তবৃন্দরা।
গত ২৭ জুন ২০২৫ শুক্রবার নানান ধর্মীয় অনুষ্ঠানমালার মাধ্যদিয়ে উৎসবমুখর পরিবেশে ৯ দিনব্যাপী শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসবের সূচনা হয়েছিলো। ৫ জুলাই রথের বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এ উৎসব শেষ হলো। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথদেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমূর্তি রেখে রথ নিয়ে যাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
এ সময় দেবালয় মন্দির কমিটির সভাপতি  অর্জুন সাহা, সাধারণ সম্পাদক  বিমান কান্তি দে, মন্দির, উত্তম বণিক সহ সনাতন ধর্মালম্বী নারী পুরুষ, সনাতন সম্প্রদায়ের অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত;রথযাত্রা বিভিন্ন নামে পরিচিত। পুরীর জগন্নাথ দেবের মন্দির থেকে জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন হয়। বাংলাদেশেও রথযাত্রা হিন্দুদের একটি পবিত্র উৎসব।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত