এমদাদ খান, মাদারীপুর জেলা প্রতিনিধি:
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুর কলাবাড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন হাইওয়েতে রাস্তা পারাপার হতে গিয়ে দ্রুতগামী সার্বিক পরিবহনের একটি বাসের চাকায় পিষ্ট হয়ে এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।
শুক্রবার ১১:৩০ মিনিটের সময় এঘটনা ঘটে।দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
নিহত আবেদ আলি পেশায় একজন মধু বিক্রেতা।সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকার বাসিন্দা তিনি।
সংবাদ পেয়ে মোস্তফাপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেন।বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।