কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে রেললাইনের পাশে গাছের সঙ্গে পা আটকানে অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১০ সেপ্টেম্বর) সকালে উপজেলার ছয়সূতী ইউনিয়নের লক্ষীপুর এলাকায় (ভৈরব-ময়মনসিংহ) রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত যুবকের বয়স আনুমানিক ২৪ বছর বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, সকালে রেললাইনের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেওয়া হয়। পরে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পুলিশের প্রাথমিক ধারণা, গত মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত কোনো এক সময়ে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ওই যুবকের মৃত্যু হতে পারে। তার নাক-মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং শরীরের কয়েক জায়গায় চামড়া ছিলে যাওয়ার চিহ্ন ছিল।”
কুলিয়ারচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন পিপিএম বলেন, “স্থানীয়দের খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা (নং-২৯, তারিখ: ১০/০৯/২৫) রুজু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অজ্ঞাত মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।”