ঢাকা | বঙ্গাব্দ

বাজিতপুর থানার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত, সাংবাদিকদের সহযোগিতার আহ্বান

বাজিতপুর থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 17-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 111199 জন
বাজিতপুর থানার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত, সাংবাদিকদের সহযোগিতার আহ্বান ছবির ক্যাপশন: বাজিতপুর থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল। ছবি: জার্নাল অব কান্ট্রি
ad728

ইফরানুল হক সেতু; বাজিতপুর প্রতিনিধি:

বাজিতপুর থানার উদ্যোগে থানা প্রাঙ্গণে ইফতার  ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত ইফতার  ও দোয়া মাহফিলে ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সকল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারশিদ বিন এনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাজিতপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সত্যজিত রায়।

অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ হোসেন বলেন, “সাংবাদিকরা হলেন সমাজের দর্পণ। তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ পরিবর্তনে ভূমিকা রাখেন। ভবিষ্যতেও তাদের কাছ থেকে নিরপেক্ষ ও তথ্যভিত্তিক সংবাদ প্রত্যাশা করছি। পাশাপাশি, বাজিতপুর থানা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানাই।”

ইফতার মাহফিল শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পুলিশ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী এবং সাংবাদিকরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অংশ নেন।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল