পানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ির পানছড়িতে নবাগত জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম খন্দকার এর আগমন উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
বুধবার ( ১২ মার্চ) সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা নাসরিন এর সভাপতিত্বে উপজেলা অডিটোরিয়াম কক্ষে এ আয়োজন করা হয়।
এসময় জেলা প্রশাসক পানছড়ি উপজেলা বাসীর সকল সমস্যার কথা শুনেন এবং দ্রুত সমাধানের চেষ্টা করবেন বলে আসস্থ করেন এবং
গত ৩ মার্চ দুইগ্রুপের বন্দুক যুদ্ধে নিহত রুপসী চাকমার পরিবারকে নতুন কাপড় ও বিশ হাজার টাকার চেক তুলে দেন।
সভায় অন্যানদের মাঝে নাজমুন আরা সুলতানা জেলা উপপরিচালক স্থানীয় সরকার, উপজেলা নির্বাহি অফিসার ফারহানা নাসরিন, কৃষি কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম মজুমদার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী রেজাউল করিম, যুব উন্নয়ন কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা মৎস কর্মকর্তা প্রিয় কান্তি চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল গনি, সমাজ সেবা কর্মকর্তা মোঃ শামসুল আলম, রেঞ্জ কর্মকর্তা কিশলয় চাকমা, মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা বড়ুয়া, আনসার ও ভিডিপির কর্মকর্তা মোঃ কাজী আকাশ, জনসাস্থ্য প্রকৌশলী মোঃ জাফর উল্লাহ, খাদ্য কর্মকর্তা মোঃ কফিলউদ্দিন, সহকারী কৃষি কর্মকর্তা মোঃ ইব্রাহিম, নির্বাচন কর্মকর্তা পলাশ নাগ, রিপোর্টার্স ইউনিটের সভাপতি মোঃ রাশেদুজ্জামান অলি, প্রেসক্লাবের সভাপতি মোঃ মনিরুল ইসলাম
বিএনপি সভাপতি মোঃ বেলাল হোসেন, জামায়াতে ইসলামীর সভাপতি মোঃ জাকির হোসেন, ইসলামি আন্দোলন এর সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল, মুক্তিযুদ্ধা সিদ্দিকুর রহমান, মনিরুজ্জামান, বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ আবুল কাসেম, ইউনিয়ন চেয়ারম্যান উচিৎ মনি চাকমা, আনন্দ জয় চাকমা, জয় কুমার চাকমা, মোঃ আবুল হাসেম এ সময় উপস্থিত ছিলেন।