গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি এ সভা আয়োজন করে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মোফাখখারুল ইসলামের সভাপতিত্বে সভায়
প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আব্দুল্লাহ -আল-মামুন।
সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য ও ময়মনসিংহ জেলা শিক্ষক সমিতির সভাপতি এস, এম, মোমতাজ উদ্দিন, খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওশন আরা, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ আলা উদ্দিন সহ আরও অনেকে। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ নাসির উদ্দিন। এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগন এবং গনমাধ্যকর্মীরা উপস্থিত ছিলেন।