ঢাকা | বঙ্গাব্দ

খেলাধুলার মাধ্যমে উরুগুয়ের সঙ্গে সম্পর্ক গড়ার আহ্বান : প্রধান উপদেষ্টা ডা. ইউনুসের

খেলাধুলার মাধ্যমে উরুগুয়েকে বাংলাদেশের মানুষের সঙ্গে সেতুবন্ধ গড়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
  • আপলোড তারিখঃ 10-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15121 জন
খেলাধুলার মাধ্যমে উরুগুয়ের সঙ্গে সম্পর্ক গড়ার আহ্বান : প্রধান উপদেষ্টা ডা. ইউনুসের ছবির ক্যাপশন: ছবি :- অনলাইন
ad728

বাংলাদেশে নিযুক্ত উরুগুয়ের অনাবাসী রাষ্ট্রদূত আলবার্তো এ গুয়ানি রোববার (৯ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধান উপদেষ্টা এ আহ্বান জানান।

রাষ্ট্রদূত গুয়ানি প্রধান উপদেষ্টাকে বলেন, উরুগুয়ে ও বাংলাদেশের মধ্যে সহযোগিতার অনেক ক্ষেত্র অনাবিষ্কৃত রয়েছে, যা দুই দেশের জন্য অভূতপূর্ব সম্ভাবনা সৃষ্টি করতে পারে। সামাজিক ব্যবসা বাণিজ্যে বাংলাদেশ এগিয়ে থাকাটা এটা প্রশংসনীয়।

বাংলাদেশের ক্রীড়া বিশেষ করে ফুটবলের জনপ্রিয়তার কথা উল্লেখ করে ড. ইউনূস বলেন, দুটি দেশেরই খেলাধুলার প্রতি অনুরাগ রয়েছে, বিশেষ করে ফুটবল। আমরা এর মাধ্যমে সংযোগ স্থাপন করতে পারি।

এসময় বৈঠক উপস্থিত ছিলেন এসডিজি বিষয়ক প্রধান সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা ।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে গণহত্যা দিবস ও মহান স্বাধীনতা দিবস উদযাপনে প্রস্তুতি সভা