ইফরানুল হক সেতু, বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি : কিশোরগঞ্জের বাজিতপুর দেওয়ানী চৌকি আদালতের আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে ৭৮ জন ভোটারের মধ্যে ৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে ৫০ ভোট পেয়ে পূণরায় বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট আ. ই. মোহাম্মদ ঈসমাইল সাকের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট মো. আব্দুর রহিম রেজু পেয়েছেন ২৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন অ্যাডভোকেট মোহাম্মদ তৌহিদ ফাত্তাহ। তিনি পেয়েছেন ৪৯ ভোট, আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট কালি কিংকর বসাক পেয়েছেন ২৭ ভোট।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি: অ্যাডভোকেট মো. জামাল উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক: অ্যাডভোকেট জহির উদ্দিন মো. সাব্বির, কোষাধ্যক্ষ: অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম সুমন, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক: অ্যাডভোকেট বোরহান উদ্দিন, দপ্তর সম্পাদক: অ্যাডভোকেট মো. মিরাজ হোসেন ,সদস্য: অ্যাডভোকেট মো. কায়েস মিয়া ও অ্যাডভোকেট ধীরেন্দ্র চন্দ্র দাস
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন অ্যাডভোকেট মোস্তফা রাগিব হাসান। নির্বাচনের ফলাফল ঘোষণার পর বিজয়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।