যাত্রীবাহী বাসের বক্স থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার, আটক -২
বিজয়নগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ায় বিজয়নগরে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের চান্দুরা ইউনিয়নে পুলিশের চেকপোস্টের অভিযানে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী যাত্রীবাহী বাস সুমি পরিবহনের তল্লাশী চালিয়ে বাসের বক্স থেকে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) ভোর রাতে এসআই (নিরস্ত্র) মশিউর রহমান খান এ অভিযান পরিচালনা করে ভারতীয় পণ্যসহ দুইজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় বিজয়নগর থানার ওসি মো. রওশন আলী বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- নীলফামারী জেলার ডোমার থানা নিচ ভুগডাবুড়ি মৃত মানিক মিয়ার ছেলে সাদ্দাম হোসেন (৩২) ও সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াচখালি ৯নং ওয়ার্ডের বাসিন্দা নিখিল দাসের ছেলে বিজন দাস (২৪)।
উদ্ধারকৃত পণ্যগুলোর মধ্যে ৬০ কাটুন ভারতীয় শ্যাম্পু, ১৩ কাটুন মেহেদী, ২৪ কাটুন ক্লপ জি ক্রিম, ১ কাটুন ডাব ক্রিম বার সাবান উদ্ধার করা হয়। যাহার বাজার মূল্য আনুমানিক ৯ লক্ষ টাকা।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন বিজয়নগর থানার ওসি।