ঢাকা | বঙ্গাব্দ

কচুয়ায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয় রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ।

কচুয়ায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয় রাজস্ব খাতের আওতায় রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 04-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 63257 জন
কচুয়ায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয় রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ। ছবির ক্যাপশন: কচুয়ায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত ও বিতরন করেন মৎস্য অধিদপ্তরের পরিচালক জাহাঙ্গীর আলম।
ad728



নিজস্ব সংবাদদাতা কচুয়া( বাগেরহাট) 

কচুয়ায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন প্রাতিষ্ঠানিক জলাশয় রাজস্ব খাতের আওতায় রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ করা হয়েছে।

উপজেলা সিরিয়ার মৎস্য কার্যালয়ের  উদ্যোগে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায়  কচুয়া উপজেলা পরিষদের পুকুরে রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করা হয় ।

এই সময় অবমুক্তকরণ  অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের পরিচালক জাহাঙ্গীর আলম, জেলা মৎস্য অফিসার  ড: মো: আবুল কালাম আজাদ, সিনিয়র সহকারী পরিচালক রাজ কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মো: আলী হাসান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মন্ডল, মেরিন ফিশারিজ অফিসার দিপংকর কুমার ও অন্যান্য কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ। এদিন উপজেলার ৩৭ টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা অবমুক্ত বিতরণ  করা হয়।##



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান