ঢাকা | বঙ্গাব্দ

হজ্ব পালন করতে গিয়ে অসুস্থ ৭৪ বাংলাদেশি, হাসপাতালে ২৬,মৃত ৯

চলতি বছর পবিত্র হজ্বপালনে সৌদি আরবে গিয়ে ৭৪ জন বাংলাদেশি অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ২৬ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং ৯জন ইন্তেকাল করেছেন।
  • আপলোড তারিখঃ 23-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 61376 জন
হজ্ব পালন করতে গিয়ে অসুস্থ ৭৪ বাংলাদেশি, হাসপাতালে ২৬,মৃত ৯ ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

নিজস্ব প্রতিনিধি:

চলতি বছর পবিত্র হজ্বপালনে সৌদি আরবে গিয়ে ৭৪ জন বাংলাদেশি অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে বর্তমানে ২৬ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন এবং ৯জন ইন্তেকাল করেছেন।


শুক্রবার (২৩ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ্ব ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এসব তথ্য জানা গেছে। 


বুলেটিনে জানা গেছে, সৌদি সরকারি হাসপাতালে চিকিৎসা প্রাপ্ত মোট হজ্বযাত্রীর সংখ্যা ৭৪ জন এবং সৌদি সরকারি হাসপাতালে বর্তমানে ভর্তিকৃত হজ্বযাত্রীর সংখ্যা ২৬ জন।


বুলেটিনে আরও বলা হয়েছে, হজ্বে গিয়ে সৌদি আরবে আটজন পুরুষ ও একজন নারীসহ সর্বমোট ৯ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন।তাদের মধ্যে মক্কায় মারা গেছেন চারজন ও মদিনায় পাঁচজন।


এ পর্যন্ত সৌদি আরবে গিয়েছেন সর্বমোট হজ্বযাত্রী ৫৪ হাজার ৪৯৭ জন। এর মধ্যে সরকারি মাধ্যমে ৪ হাজার ৫৮৩ জন এবাং বেসরকারি মাধ্যমে ৪৯ হাজার ৯১৪ জন। 


চাঁদ দেখা সাপেক্ষে এবার ৫জুন হজ্ব অনুষ্ঠিত হবে। হজ্বযাত্রীদের যাত্রার প্রথম ফ্লাইট ছিল ২৯ এপ্রিল আর যাত্রার শেষ ফ্লাইট ৩১ মে।


সরকারি হজ্বযাত্রীর কোটা ৫ হাজার ২০০, বেসরকারি কোটা ৮১ হাজার ৯০০। হজ্বযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন ও শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত