জন্ম হলো যার
- মাহবুব আলম বুলবুল
হত দরিদ্র বাবার ঘরে
জন্ম হলো যার,
মনের দুঃখে নাম রাখলো
দুখু মিয়া তার।
হাঁটি হাঁটি পা পা করে
বুকে কষ্ট নিয়া,
বড় হলো বাবার ঘরে
সেই দুখু মিয়া।
মা বাবার আদেশ মতে
মক্তবে ভর্তি হলো,
পেটের ক্ষুধা থাকে দুখুর
আঁখি ছলো ছলো।
অভাব দুখুর পিছ ছাড়ে না
মক্তব ছেড়ে দিয়ে,
রুটির দোকানে কাজ ধরে
সামান্য পয়সা নিয়ে।
দিনে দিনে বড় হয়ে
দুখু মিয়ার নাম,
কবিতা গানে হয়ে গেলো
কাজী নজরুল ইসলাম।