ইকবাল হোসাইন, পানছড়ি প্রতিনিধি,খাগড়াছড়ি।
খাগড়াছড়ির পানছড়িতে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি(ইপিআই), স্বাস্থ্য অধিদপ্তর এর আওতায় মাঠ পর্যায়ে মাঠকর্মীদের প্রশিক্ষণের জন্য এ কর্মশালার আয়োজন করা হয়েছে।
সোমবার (১৮ আগষ্ট ২০২৫) সকাল নয়টা থেকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা ডাক্তার অনতোষ চাকমার সার্বিক তত্ত্বাবধানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর হলরুমে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
এসময়, আলোচক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ হাফেজ উদ্দিন, ডাক্তার তাপস সাহা, ডাক্তার রাজেশ দেব।
এছাড়াও কর্মশালায় স্বাস্থ্য ইন্সপেক্টরগন, স্বাস্থ্য সহকারীগন, এফ ডব্লিউ বি, এফ ডব্লিউএ, এফবিআই, সিএসসিপি, কমিউনিটি স্বাস্থ্য সহকারীগণ অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, আগামী ১২ই সেপ্টেম্বর থেকে ১৮ দিন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ মাঠ পর্যায়ে কাজ করবেন। এতে প্রথম দশ দিন স্কুল পর্যায়ে শিশুদের টিকা প্রদান করবেন। পরবর্তী আট দিন কমিউনিটি ক্লিনিক সমূহে পাড়া গ্রাম ভিত্তিক প্রদান করা হইবে।