ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে আনুমানিক ৫৫ বছর বয়স্ক অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার পূর্বঅষ্টগ্রাম ইউনিয়নের আশ্রম ব্রীজ সংলগ্ন এলাকায় আবদুল হান্নান মাষ্টারের আকাশী বাগানে এ ঘটনা ঘটে।
  • আপলোড তারিখঃ 10-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 24378 জন
অষ্টগ্রামে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার ছবির ক্যাপশন: উদ্ধার করা লাশ
ad728



মো. নজরুল ইসলাম, হাওরাঞ্চল প্রতিনিধি (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে আনুমানিক ৫৫ বছর বয়স্ক অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার পূর্বঅষ্টগ্রাম ইউনিয়নের আশ্রম ব্রীজ সংলগ্ন এলাকায় আবদুল হান্নান মাষ্টারের আকাশী বাগানে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানায়, আকাশী বাগানে স্থানীয় লোকজন এক ব্যক্তির মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে অষ্টগ্রাম থানা পুলিশ লাশটি উদ্ধার করে। এখনও পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।


ঘটনার সত্যতা স্বীকার করে অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ প্রতিনিধিকে জানান, এবিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী (নং ৩১৬) করে লাশ ময়না তদন্তের জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এই কর্মকর্তা।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান