ঢাকা | বঙ্গাব্দ

নবীনগরে প্রবাসীর বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার লুট

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসদর পদ্মপাড়ায় মাইন উদ্দিন সওদাগর বাড়ির ৩য় তলায় ভাড়াটিয়া প্রবাসী শরীফ মিয়ার বাসায় দুর্বৃত্তরা তালা ভেঙে নগদ ৭ লক্ষ টাকা ও প্রায় ২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটে। বুধবার সকালে প্রবাসীর স্ত্রী খাদিজা আক্তার বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা করেন।
  • আপলোড তারিখঃ 15-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 21774 জন
নবীনগরে প্রবাসীর বাসা থেকে টাকা ও স্বর্ণালংকার লুট ছবির ক্যাপশন: গ্রেপ্তারকৃত ইফতি
ad728


মো. কামরুল ইসলাম, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসদর পদ্মপাড়ায় মাইন উদ্দিন সওদাগর বাড়ির ৩য় তলায় ভাড়াটিয়া প্রবাসী শরীফ মিয়ার বাসায় দুর্বৃত্তরা তালা ভেঙে নগদ ৭ লক্ষ টাকা ও প্রায় ২ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটে। বুধবার সকালে প্রবাসীর স্ত্রী খাদিজা আক্তার বাদী হয়ে নবীনগর থানায় একটি মামলা করেন।


এ ঘটনায় পুলিশ রাতেই অভিযান চালিয়ে লঞ্চঘাট এলাকা থেকে লুট হওয়া টাকার ১ লক্ষ ৪০ হাজার ঢাকাসহ মোহাম্মদ জাকারিয়া ইফতি (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করে।তার বাড়ি ঢাকা পল্লবী এলাকায়।  পুলিশ বলছে,এরা একটি বিশাল বড় একটি সঙ্ঘবদ্ধ চক্র, দেশের বিভিন্ন স্থানে চুরি ডাকাতি রাহাজানি লুটপাট চালায়। গ্রেফতারকৃত যুবকের নামে ঢাকা পল্লবী থানা ১২টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে দুর্বৃত্তদের ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। ফেলে যাওয়া মোটরসাইকেলের নম্বর ঢাকা মেট্রো-ল-৭০-১৫৩২। 


জানা যায়, পদ্মপাড়ার মাইন উদ্দিন সওদাগরের বাড়ির ৩য় তালার ভাড়াটিয়া ও ছলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা গ্রামের প্রবাসী শরিফ মিয়ার ঘরে দুইজন যুবক আনুমানিক রাত ৮ টার দিকে প্রবেশ করে। তারা ঘরের তালা ভেঙে ভেতরে ঢুকে নগদ ৭ লক্ষ টাকা ও প্রায় ২ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।যাওয়ার  সময় লোকজন দেখে ফেলে এবং ধাওয়া করলে দুর্বৃত্তরা পালানোর সময় তাড়াহুড়োয় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেলটি ঘটনাস্থলে ফেলে দৌড়ে পালিয়ে যায়। 


ভাড়াটিয়া প্রবাসীর স্ত্রী খাদিজা আক্তার জানায়, নবীনগরে জমি কেনার জন্য ব্যাংক থেকে টাকাটা তুলে ঘরে রেখেছিলাম। সন্ধ্যায় ঘরে তালা দিয়ে ওই জমি কেনার ব্যাপারে এক আত্মীয়ের বাড়িতে যাই। রাত আনুমানিক আটটার দিকে বাসায় ফিরে দেখি ঘরের তালা ভাঙা ভিতরে দুটি ছেলে। তাদের সাথে দস্তাদস্তি হয়। আমাদেরকে আঘাত করে ঘর থেকে পালিয়ে যায়। চিৎকার দিলে লোকজন ধাওয়া দিলে মোটরসাইকেল ফেলেই দৌড়ে পালিয়ে যায়। আমার ৭ লাখ টাকা দুই ভরি স্বর্ণ খোয়া যায়।ওই দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার সময় রাস্তায় ৫০ হাজার টাকার ও দশ হাজার টাকার দুইটি বান্ডেল ফেলে যায়। 


এ ব্যাপারে নবীনগর থানার অফিসার ইনচার্জ শাহিনুর ইসলাম বলেন, গ্রেফতারকৃত ইফতিকে আজ বুধবার কোর্টে চালান করা হয়েছে। রিমান্ডের জন্য আবেদন করা হবে। এরা বড় একটি সঙ্ঘবদ্ধ  চক্র। আন্তঃ দেশের বিভিন্ন জায়গায় চুরি ডাকাতির রাহাজানি লুটতরাজসহ বিভিন্ন অপকর্ম করে বেড়ায়। পুলিশ তার কাছ থেকে ১ লাখ ৪৫ হাজার টাকা উদ্ধার করে। শুনেছি ষাট হাজার টাকা নাকি রাস্তায় পাওয়া যায়। ইফতি'র নামে পল্লবী থানায় ১২ টি মামলা রয়েছে। এ সংঘবদ্ধ চক্রটিকে ধরতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত