নিজস্ব প্রতিবেদক:
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০২৫ ঘিরে শিক্ষার্থীদের মাঝে রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্ব চর্চার নতুন আবহ তৈরি হয়েছে। এ নির্বাচনে হাজী মুহাম্মদ মুহসীন হল সংসদের ‘সদস্য’ পদে **স্বতন্ত্র প্রার্থী** হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী **আরবাব সিদ্দিক মাহিন**।
তিন বছরের হলজীবনের অভিজ্ঞতা, বাস্তব পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।
> **“আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি না। আমি স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছি, কারণ আমি বিশ্বাস করি, ছাত্রদের প্রতিনিধিত্বের অর্থ হচ্ছে তাদের চাওয়া, সমস্যা ও স্বপ্নগুলো সঠিকভাবে তুলে ধরা এবং তার সমাধানে সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখা,”** — বলেন মাহিন।
লক্ষ্য: কার্যকর ও গঠনমূলক নেতৃত্ব
প্রচলিত দলীয় রাজনীতির বাইরে থেকে শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিতে চান মাহিন। তার মতে, বর্তমান সময়ের ছাত্রসংসদে প্রয়োজন এমন নেতৃত্ব, যারা **অভিজ্ঞ, স্বচ্ছ, ছাত্রবান্ধব এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী**।
তিনি মনে করেন,
> **“নেতৃত্ব মানে ক্ষমতা নয়, নেতৃত্ব মানে দায়িত্ব। মুহসীন হলের প্রতিটি শিক্ষার্থী যেন নিজেকে সম্মানিত ও নিরাপদ বোধ করে, তা নিশ্চিত করাই হবে আমার কাজ।”**
প্রস্তাবিত পরিকল্পনা ও উদ্যোগসমূহ
আরবাব মাহিন তার নির্বাচনী ঘোষণায় শিক্ষার্থীদের জন্য বেশ কিছু বাস্তবভিত্তিক পরিকল্পনার কথা জানিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য:
* **হল প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা** আয়োজন করে শিক্ষার্থীদের দাবি ও অভিযোগ উপস্থাপন
* **ডাইনিং ব্যবস্থায় খাদ্যমান নিশ্চিতকরণ এবং সময়মতো খাদ্য পরিবেশনার কার্যকর তদারকি**
* **লাইব্রেরি ও স্টাডি স্পেস আধুনিকীকরণ এবং ২৪ ঘণ্টা উন্মুক্ত পাঠচক্র চালুর দাবি**
* **কক্ষ বরাদ্দে স্বচ্ছতা ও দুর্নীতি প্রতিরোধে ডিজিটাল পদ্ধতির প্রস্তাবনা**
* *হল ক্যাম্পাসে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা সুনিশ্চিতকরণ**
* **সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহ দেওয়া**
* *একটি “Student Rights Forum” গঠন, যেখানে শিক্ষার্থীরাই তাদের সমস্যা ও সমাধানের রূপরেখা উপস্থাপন করতে পারবে**
> **“প্রয়োজনে প্রশাসনের কাছে যৌক্তিক দাবি আদায়ে চাপ তৈরি করতেও আমি পিছপা হব না। আমি শিক্ষার্থীদের পক্ষে বলব, কিন্তু সংলাপ ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজব।”**
শিক্ষার্থীদের প্রতি আহ্বান
আরবাব সিদ্দিক মাহিন তার সিনিয়র, জুনিয়র, পরিচিত ও অপরিচিত সকল হলবাসীর প্রতি আন্তরিক সমর্থন, পরামর্শ এবং দোয়া কামনা করেছেন।
> **“এই নির্বাচনের মাধ্যমে আমরা যদি একটা ইতিবাচক, সচেতন ও গঠনমূলক নেতৃত্ব গড়ে তুলতে পারি, তাহলেই আমাদের ভবিষ্যৎ ছাত্ররাজনীতি এক নতুন দিগন্তে পৌঁছাবে। আমি সেই পরিবর্তনের অংশ হতে চাই।”**
নির্বাচন উপলক্ষে মাহিনের বার্তা:
> “ছাত্ররাজনীতি হোক শিক্ষার্থীর অধিকার রক্ষার মাধ্যম, স্বতন্ত্র নেতৃত্ব হোক গঠনের প্রধান হাতিয়ার।”*
--
আরবাব সিদ্দিক মাহিন, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, সেশন ২০২১-২২। তিন বছর ধরে হাজী মুহাম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী। একাধিক সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত এবং হলজীবনে ছাত্রকল্যাণ ও সংস্কৃতি চর্চার বিভিন্ন উদ্যোগে অংশ নিয়েছেন।
--