ঢাকা | বঙ্গাব্দ

ডাকসু নির্বাচন ২০২৫: মুহসীন হল সংসদে স্বতন্ত্র সদস্য প্রার্থী আরবাব সিদ্দিক মাহিন*

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০২৫ ঘিরে শিক্ষার্থীদের মাঝে রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্ব চর্চার নতুন আবহ তৈরি হয়েছে। এ নির্বাচনে হাজী মুহাম্মদ মুহসীন হল সংসদের ‘সদস্য’ পদে **স্বতন্ত্র প্রার্থী** হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী **আরবাব সিদ্দিক মাহিন**।
  • আপলোড তারিখঃ 01-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 66387 জন
ডাকসু নির্বাচন ২০২৫: মুহসীন হল সংসদে স্বতন্ত্র সদস্য প্রার্থী আরবাব সিদ্দিক মাহিন* ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728



নিজস্ব প্রতিবেদক:

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন-২০২৫ ঘিরে শিক্ষার্থীদের মাঝে রাজনৈতিক সচেতনতা ও নেতৃত্ব চর্চার নতুন আবহ তৈরি হয়েছে। এ নির্বাচনে হাজী মুহাম্মদ মুহসীন হল সংসদের ‘সদস্য’ পদে **স্বতন্ত্র প্রার্থী** হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউটের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী **আরবাব সিদ্দিক মাহিন**।


তিন বছরের হলজীবনের অভিজ্ঞতা, বাস্তব পর্যবেক্ষণ এবং শিক্ষার্থীদের প্রতি দায়বদ্ধতা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি।


> **“আমি কোনো রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি না। আমি স্বতন্ত্রভাবে দাঁড়িয়েছি, কারণ আমি বিশ্বাস করি, ছাত্রদের প্রতিনিধিত্বের অর্থ হচ্ছে তাদের চাওয়া, সমস্যা ও স্বপ্নগুলো সঠিকভাবে তুলে ধরা এবং তার সমাধানে সাহসিকতার সঙ্গে ভূমিকা রাখা,”** — বলেন মাহিন।


লক্ষ্য: কার্যকর ও গঠনমূলক নেতৃত্ব


প্রচলিত দলীয় রাজনীতির বাইরে থেকে শিক্ষার্থীদের স্বার্থকে প্রাধান্য দিতে চান মাহিন। তার মতে, বর্তমান সময়ের ছাত্রসংসদে প্রয়োজন এমন নেতৃত্ব, যারা **অভিজ্ঞ, স্বচ্ছ, ছাত্রবান্ধব এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী**।


তিনি মনে করেন,


> **“নেতৃত্ব মানে ক্ষমতা নয়, নেতৃত্ব মানে দায়িত্ব। মুহসীন হলের প্রতিটি শিক্ষার্থী যেন নিজেকে সম্মানিত ও নিরাপদ বোধ করে, তা নিশ্চিত করাই হবে আমার কাজ।”**


প্রস্তাবিত পরিকল্পনা ও উদ্যোগসমূহ


আরবাব মাহিন তার নির্বাচনী ঘোষণায় শিক্ষার্থীদের জন্য বেশ কিছু বাস্তবভিত্তিক পরিকল্পনার কথা জানিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য:


* **হল প্রশাসনের সঙ্গে নিয়মিত সমন্বয় সভা** আয়োজন করে শিক্ষার্থীদের দাবি ও অভিযোগ উপস্থাপন

* **ডাইনিং ব্যবস্থায় খাদ্যমান নিশ্চিতকরণ এবং সময়মতো খাদ্য পরিবেশনার কার্যকর তদারকি**

* **লাইব্রেরি ও স্টাডি স্পেস আধুনিকীকরণ এবং ২৪ ঘণ্টা উন্মুক্ত পাঠচক্র চালুর দাবি**

* **কক্ষ বরাদ্দে স্বচ্ছতা ও দুর্নীতি প্রতিরোধে ডিজিটাল পদ্ধতির প্রস্তাবনা**

* *হল ক্যাম্পাসে নিরাপত্তা ও স্বাস্থ্যসেবা সুনিশ্চিতকরণ**

* **সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণে উৎসাহ দেওয়া**

* *একটি “Student Rights Forum” গঠন, যেখানে শিক্ষার্থীরাই তাদের সমস্যা ও সমাধানের রূপরেখা উপস্থাপন করতে পারবে**


> **“প্রয়োজনে প্রশাসনের কাছে যৌক্তিক দাবি আদায়ে চাপ তৈরি করতেও আমি পিছপা হব না। আমি শিক্ষার্থীদের পক্ষে বলব, কিন্তু সংলাপ ও সমঝোতার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজব।”**


 শিক্ষার্থীদের প্রতি আহ্বান


আরবাব সিদ্দিক মাহিন তার সিনিয়র, জুনিয়র, পরিচিত ও অপরিচিত সকল হলবাসীর প্রতি আন্তরিক সমর্থন, পরামর্শ এবং দোয়া কামনা করেছেন।


> **“এই নির্বাচনের মাধ্যমে আমরা যদি একটা ইতিবাচক, সচেতন ও গঠনমূলক নেতৃত্ব গড়ে তুলতে পারি, তাহলেই আমাদের ভবিষ্যৎ ছাত্ররাজনীতি এক নতুন দিগন্তে পৌঁছাবে। আমি সেই পরিবর্তনের অংশ হতে চাই।”**


 নির্বাচন উপলক্ষে মাহিনের বার্তা:


> “ছাত্ররাজনীতি হোক শিক্ষার্থীর অধিকার রক্ষার মাধ্যম, স্বতন্ত্র নেতৃত্ব হোক গঠনের প্রধান হাতিয়ার।”*


--


 আরবাব সিদ্দিক মাহিন, স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট, সেশন ২০২১-২২। তিন বছর ধরে হাজী মুহাম্মদ মুহসীন হলের আবাসিক শিক্ষার্থী। একাধিক সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত এবং হলজীবনে ছাত্রকল্যাণ ও সংস্কৃতি চর্চার বিভিন্ন উদ্যোগে অংশ নিয়েছেন।


--


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান