ঢাকা | বঙ্গাব্দ

গাজীপুরে ঝুট গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে ৩ ইউনিট

গাজীপুরের কোনাবাড়িতে একটি ঝুট গুদামের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ৯টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
  • আপলোড তারিখঃ 21-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 49101 জন
গাজীপুরে ঝুট গুদামে লাগা আগুন  নিয়ন্ত্রণে ৩ ইউনিট ছবির ক্যাপশন: ছবি :সংগৃহীত
ad728

তিনি বলেন, গাজীপুরের কোনাবাড়ির আমবাগ এলাকায় রাত ৯টার দিকে একটি ঝুট গুদামে আগুন লাগে। খবর পেয়ে কোনাবাড়ি ফায়ার সার্ভিস ও ভোগড়া মর্ডান ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। কোনো হতাহতের খবরও পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

চট্টগ্রামে অনলাইন ব্যবসার আড়ালে ছিনতাইয়ের ফাঁদ, চক্রের ৭ সদস্য গ্রেফতার