ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি : সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামেও শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম।
  • আপলোড তারিখঃ 21-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 225560 জন
অষ্টগ্রামে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ছবির ক্যাপশন: অষ্টগ্রাম উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়
ad728

সোমবার (২০ জানুয়ারি) থেকে এ কার্যক্রম শুরু হয়ে ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত চলবে। সূত্র জানায়, উপজেলার ৮টি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে ১১জন সুপারভাইজার ও ৫৬ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ১৬ জানুয়ারি নির্ভূলভাবে ভোটার তালিকা প্রণয়ন করতে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনে নির্বাচন অফিস কর্তৃক প্রশিক্ষণ প্রদান করা হয়। নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) সোহাগ মিয়া এ প্রতিনিধিকে জানান, ভোটার তালিকা হালনাগাদ করতে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, তথ্য সংগ্রহকারীগণ ২০জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে তথ্য সংগ্রহ নিশ্চিত করবেন। এ বিষয়ে তিনি  সকলের সহযোগিতা কামনা করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ নিজেস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান