ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি : সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামেও শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম।
  • আপলোড তারিখঃ 21-01-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 16866 জন
অষ্টগ্রামে শুরু হয়েছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ছবির ক্যাপশন: অষ্টগ্রাম উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয়
ad728

সোমবার (২০ জানুয়ারি) থেকে এ কার্যক্রম শুরু হয়ে ফেব্রুয়ারির ৩ তারিখ পর্যন্ত চলবে। সূত্র জানায়, উপজেলার ৮টি ইউনিয়নে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে ১১জন সুপারভাইজার ও ৫৬ জন তথ্য সংগ্রহকারী নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে গত ১৬ জানুয়ারি নির্ভূলভাবে ভোটার তালিকা প্রণয়ন করতে সুপারভাইজার ও তথ্যসংগ্রহকারীদের উপজেলা সম্প্রসারিত প্রশাসনিক ভবনে নির্বাচন অফিস কর্তৃক প্রশিক্ষণ প্রদান করা হয়। নির্বাচন অফিসার (ভারপ্রাপ্ত) সোহাগ মিয়া এ প্রতিনিধিকে জানান, ভোটার তালিকা হালনাগাদ করতে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি বলেন, তথ্য সংগ্রহকারীগণ ২০জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারী পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করতে তথ্য সংগ্রহ নিশ্চিত করবেন। এ বিষয়ে তিনি  সকলের সহযোগিতা কামনা করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ নিজেস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন