মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার :
কিশোরগঞ্জের কটিয়াদীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর আয়োজনে পথচারীদের মাঝে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে কটিয়াদী বাসস্ট্যান্ডে নিরাপদ সড়ক চাই কটিয়াদী উপজেলা শাখার আহ্বায়ক অধ্যক্ষ ফজলুল হক জোয়ারদার আলমগীরে সভাপতিত্বে লিফলেট বিতরণে অংশ গ্রহণ করেন নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন, সদস্য রফিকুল হায়দার টিটু, ধ্রুব রঞ্জন দাস , কবি বেলাল হোসেন, জাহাঙ্গীর আলম, আলিউজ্জামান মহসিন, মাসুম পাঠান, খাইরুল ইসলাম, মিজানুর রহমান,
মোশারফ হোসেন ও জজ মিয়া প্রমুখ।
সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে ট্রাফিক আইন মেনে চলতে হবে। চালক, যাত্রী ও পথচারী—সবার সচেতনতা মিলেই গড়ে উঠতে পারে নিরাপদ সড়ক।