নজরুল ইসলাম সাগর
বজ্রপাত আজ সারা দেশে
নিরব মহামারী,
চোখের জলে হচ্ছে রোজই
লাশের মিছিল ভারী।।
বৃষ্টি হলেই বজ্রপাতে
মরছে মানুষ রোজ,
মরছে কৃষক, মরছে জেলে,
কে নেয় তাদের খোঁজ!!
উপর তলার সাহেব যারা
আছেন তারা বেশ,
মৃতের সংখ্যা হিসেব করেই
দায়টা তাদের শেষ!!
জেলে চাষী বলে যাদের
আমরা করি পর,
তারাই দেশের অর্থনীতির
আসল কারিগর।।
আমার দেশের সবার মুখের
আহার যোগায় যারা,
কেউ ভাবেনা তাদের নিয়ে
কেমন আছেন তারা।।
বজ্রপাতে প্রাণ বেশি যায়
কৃষক, শ্রমিক-জেলের,
হয়না হিসাব, পায়না মূল্য
তাদের চোখের জলের।।
নিরাপত্তা নেইযে তবু
মাঠেই যাদের মন,
তাদের কথা ভাবা যে আজ
বড়ই প্রয়োজন।।
ছড়াকার নজরুল ইসলাম সাগর, সম্পাদক : জার্নাল অব কান্ট্রি। সভাপতি : অষ্টগ্রাম উপজেলা প্রেসক্লাব।