গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর অভিযানে ৫ হাজার ৬শ' পিস ইয়াবা এবং নগদ টাকাসহ মনির হোসেন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার গফরগাঁও ইউনিয়নের উথুরী শেষ মোড় এলাকার এশিয়ান হাইওয়ে রোড থেকে তাকে গ্রেফতার করে যৌথ বাহিনী।
গ্রেফতারকৃত মনির হোসেনের বাড়ি পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার টেপিরবাজার এলাকায়। এসময় যৌথ বাহিনী মনির হোসেনের কাছ থেকে নগদ ১ লাখ ৮৮ হাজার টাকা এবং ৬টি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করে।
গফরগাঁও থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, এ ঘটনা তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানা মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।