ধর্মের নামে সকল ফিৎনা ফ্যাসাদ বন্ধ করতে হবে। - এডঃ নূরুল ইসলাম খান
রফিকুল ইসলাম খান, স্টাফ রিপোর্টার:
ইসলামী গণতান্ত্রিক পার্টির মহাসচিব, সাবেক পিপি এডভোকেট মোঃ নূরুল ইসলাম খান বলেছেন, আজ বাংলাদেশে মুসলমানগণ বিভিন্ন বিষয় নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। যা ভাল লক্ষণ নয়। ইসলাম ও মুসলমানদের সর্বনাশের খেলায় যে আন্তর্জাতিক ইসলাম বিরোধী শক্তির নেপথ্য ইন্ধন আজকের এই সাংঘর্ষিক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এখনই যদি আমরা সাবধান না হই তাহলে ভবিষ্যতে এদেশের অবস্থা আফগানিস্তানের মতো হবে।
তাই আজ সকল ইসলামী রাজনৈতিক দল ও বিভিন্ন সংগঠনের প্রতি আহ্বান জানাচ্ছি ধর্মের নামে আমাদের সকল প্রকার ফিৎনা ফ্যাসাদ দূরে থাকতে হবে।
আজ সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ইসলামী গণতান্ত্রিক পার্টির, নরসিংদী জেলা শাখা আয়োজিত এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্যে তিনি আরো বলেন, আমাদের ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ইসলামী মূল্যবোধ ও স্বাধীনতা স্বার্বভৌমত্বের চেতনায় বুকে ধারণা করে ইসলামী গণতান্ত্রিক পার্টিকে এগিয়ে নিতে হবে। আমরা বিশ্বাস করি ইসলাম শান্তি ও প্রগতির ধর্ম। ইসলামে আতংক সৃষ্টি অথবা সন্ত্রাস ও জঙ্গীবাদের কোন স্থান নেই। যেহেতু মহানবী সাঃ সকল মানুষের জন্য রহমত স্বরূপ, তাঁর প্রদর্শিত ইসলাম সাম্য, শান্তি ও অসাম্প্রদায়িক নীতির ভিত্তিতে সকল মানুষের জন্য কল্যাণকর শাসন ব্যবস্থার নির্দেশ প্রদান করেছে, সেহেতু মহানবী সাঃ প্রদর্শিত মহান ইসলামের পবিত্র মূল্যবোধের ভিত্তিতে দেশ ও জাতির কল্যাণে ইসলামী গণতান্ত্রিক পার্টির সকল রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে হবে।
ইসলামী গণতান্ত্রিক পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নরসিংদী জেলা শাখার আহ্বায়ক মুফতি আহসান উল্লাহ সালামীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনাসভা শেষে দোয়া পরিচালনা করেন অনুষ্ঠানের সভাপতি মুফতি আহসান উল্লাহ সালামী।