শেখ উবাইদুল হক সম্রাট, নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের নিকলীতে আজ বৃহস্পতিবার দুপুরে ক্রেতার হাতে পৌছে দেওয়ার আগেই গাঁজার বিশাল চালান নিয়ে আটক ৩ জন।
আটককৃতরা হলেন, আরিফ (৩২), পিতা মৃত শুক্কুর, ইউসুফ (৩৮), পিতা মৃত দুলাল মিয়া, হিরণ এলাইচ পরাণ (৩৫) পিতা হারুন অর রশিদ, গ্রাম মনিপুর পত্তর, থানা- বিজয় নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। আটককৃতদের কাছ থেকে উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় ৩৬ কেজি যার বাজার মূল্য প্রায় ৮ লাখ টাকা।
এ মাদক বিক্রেতা চক্রটি দীর্ঘদিন ধরেই কিশোরগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় বিপুর পরিমাণে গাঁজা বিক্রি করে আসছিলো। সর্বশেষ আটককৃতরা ব্রাহ্মণবাড়িয়া হইতে গাঁজার চালানটি নিয়ে ছোট ইঞ্জিন চালিত নৌকা দিয়ে কিশোরগঞ্জ জেলার চামড়া বন্দর এলাকায় ক্রেতাদের হাতে পৌছে দেওয়ার কথা ছিলো। পথিমধ্যেই চামড়া বন্দরের অদূরে সিংপুর বাজার এলাকায় আটক হয়েছেন বলে ধৃত ব্যক্তিরা জানিয়েছেন। নিকলী থানায় এযাবৎ কালে সবচেয়ে বড় গাঁজার চালান আটক করেছেন নিকলী থানা পুলিশ, যা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নিকলী থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন এর নির্দেশে এসআই এম নাইমুর ইসলাম মোস্তাক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে সিংপুর বাজার সংলগ্ন ধনু নদীতে অভিযান চালালে মাদককারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক নদীতে ঝাপিয়ে পালানোর চেষ্টা করেন, পুলিশের অভিযানকারী দলটি তিন মাদক কারবারি এবং ৩৬ কেজি গাঁজা নৌকা থেকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
ঘটনার সত্যতা স্বীকার করে নিকলী থানার ওসি কাজী আরিফ উদ্দিন জানান, গাঁজা সহ আটক তিন ব্যাক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানিয়েছেন।