ঢাকা | বঙ্গাব্দ

ঈদের দিন ঈদগাহ মা‌ঠে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইলে ঈদের মা‌ঠে সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জা‌রি ক‌রে‌ছে জেলা প্রশাসন।
  • আপলোড তারিখঃ 31-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 196731 জন
ঈদের দিন ঈদগাহ মা‌ঠে  ১৪৪ ধারা জারি ছবির ক্যাপশন: ফাইল ছবি
ad728

টাঙ্গাইলে ঈদের মা‌ঠে  সংঘর্ষ এড়াতে ১৪৪ ধারা জা‌রি ক‌রে‌ছে জেলা প্রশাসন।

রবিবার (৩০ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের অফিস আদেশে মাধ্যমে এ তথ্য জানানো হয়।

টাঙ্গাইল সদর উপজেলার বড় বাসালিয়া ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের নামাজ আদায়কে কেন্দ্র করে গ্রামের লোকজনের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় এ নির্দেশ জা‌রি ক‌রেন জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক। 

আদে‌শে বলা হয়, বড় বাসালিয়া গ্রামের ঈদগাহ মাঠের ৪০০ গজ পরিসীমার মধ্যে সব প্রকার সমাবেশ, স্লোগান, মিছিল, শোভাযাত্রা, পিকেটিং, মাইক্রোফোন ব্যবহার, ঢাকঢোল পেটানো, গোলযোগ সৃষ্টি, লাঠিসোঁটা, অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক দ্রব্যাদি পরিবহন এবং সর্বসাধারণের বেআইনি অনুপ্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়।

জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক শরীফা হক জানান,  ঈদের দিন (আজ) ভোর ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বড় বাসালিয়া ঈদগা মাঠ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত