নিজস্ব প্রতিনিধি :
আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলুয়াহাব সাইদানী প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন।
গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রফেসর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলুয়াহাব সাইদানি তার সরকারের এ বার্তা দেন।সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে আলজেরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় পাঠানোর অনুরোধ করেন।
এ সময় রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে এবং আগামী মার্চে তাদের জ্বালানিমন্ত্রী ঢাকা সফর করবেন।
তিনি জানান, আলজেরিয়া টেক্সটাইল,পাট,ওষুধ,খাদ্য ও ইলেকট্রনিক্সের মতো বাংলাদেশি পণ্য আমদানির পরিকল্পনা করছে।
প্রধান উপদেষ্টা কাউন্সিল অব ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও), জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার সমর্থন কামনা করেন।
২০২৬-২৭ মেয়াদে ‘সি’ ক্যাটাগরিতে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের নির্বাচনটি চলতি বছরে(২৬ সাল) ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হবে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) ২০২৮-৩০ মেয়াদের জন্য নির্বাচন ২০২৭ সালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ২০৩১-৩২ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদের জন্যও প্রতিদ্বন্দ্বিতা করবে।
এসময় উপস্থিত ছিলেন এসডিজি-বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বি এম জামাল হোসেন।