ঢাকা | বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ

আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলুয়াহাব সাইদানী প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন। গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রফেসর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলুয়াহাব সাইদানি তার সরকারের এ বার্তা দেন।
  • আপলোড তারিখঃ 25-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8426 জন
প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনুসকে আলজেরিয়া সফরের আমন্ত্রণ ছবির ক্যাপশন: প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলুয়াহাব সাইদানীর সাক্ষাৎ
ad728


নিজস্ব প্রতিনিধি :

আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলুয়াহাব সাইদানী প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন।

গত সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রফেসর ইউনুসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলুয়াহাব সাইদানি তার সরকারের এ বার্তা দেন।সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং বাণিজ্য ও বিনিয়োগের সম্পর্ক আরও গভীর করার লক্ষ্যে আলজেরিয়ার ব্যবসায়ী প্রতিনিধিদল ঢাকায় পাঠানোর অনুরোধ করেন।

এ সময় রাষ্ট্রদূত বলেন, তার দেশ বাংলাদেশকে রাজনৈতিক ও অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখবে এবং আগামী মার্চে তাদের জ্বালানিমন্ত্রী ঢাকা সফর করবেন।

তিনি জানান, আলজেরিয়া টেক্সটাইল,পাট,ওষুধ,খাদ্য ও ইলেকট্রনিক্সের মতো বাংলাদেশি পণ্য আমদানির পরিকল্পনা করছে।

প্রধান উপদেষ্টা কাউন্সিল অব ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও), জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল (ইউএনএইচআরসি) এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আলজেরিয়ার সমর্থন কামনা করেন।

২০২৬-২৭ মেয়াদে ‘সি’ ক্যাটাগরিতে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন (আইএমও) কাউন্সিলের নির্বাচনটি চলতি বছরে(২৬ সাল) ডিসেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হবে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের (ইউএনএইচআরসি) ২০২৮-৩০ মেয়াদের জন্য নির্বাচন ২০২৭ সালে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ২০৩১-৩২ মেয়াদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী পদের জন্যও প্রতিদ্বন্দ্বিতা করবে।

এসময় উপস্থিত ছিলেন এসডিজি-বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক বি এম জামাল হোসেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

৬০ বিজিবি’র খাদলা বিওপির অপারেশনাল কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন