ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলে বারী (২৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছেন। নিহত ফজলে বারী উপজেলার মসূয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামের আব্দুল্লাহ হিল বাকি ফরিদের ছেলে। তিনি বিবাহিত।
  • আপলোড তারিখঃ 15-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 18469 জন
কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিশিয়ানের মৃত্যু ছবির ক্যাপশন: মৃত ফজলে বারী
ad728


মাইনুল হক মেনু, স্টা রিপোর্টার :

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফজলে বারী (২৫) নামের এক ইলেকট্রিশিয়ানের মৃত্যু হয়েছেন। নিহত ফজলে বারী উপজেলার মসূয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামের আব্দুল্লাহ হিল বাকি ফরিদের ছেলে। তিনি বিবাহিত। 

মঙ্গল বার সকাল ১১ টার দিকে কটিয়াদী উপজেলা মসুয়া ইউনিয়নের শিমুলকান্দি গ্রামে রুমা আক্তারের বাড়িতে বিদ্যুৎ সংযোগের কাজ করছিলেন।বিদ্যুতের কাজ করার সময় অসাবধানতাবসত বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। পরে রুমা আক্তার তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা আব্দুল্লাহ হিল বাকি ফরিদ জানান, আমার ছেলে ফজলে বারী কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। আমার ছেলে বিবাহিত, তার স্ত্রী রয়েছে। ফজলে বারী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে ।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারিয়া রহমান জানান, ইলেকট্রিশিয়ানে ফজলে বারীকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, তাকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে।

কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ তরিকুল ইসলাম বলেন, মসূয়া ইউনিয়নের মুগদিয়া গ্রামের বিদ্যুৎ কর্মী ফজলে বারী বিদ্যুৎ পিষ্ট হয়ে মারা যান। তাকে পোস্টমডেম ছাড়া দাফন করার জন্য কিশোরগঞ্জ জেলা প্রশাসক বরাবরে আবেদন করেছে পরিবার। থানায় একটি অপমৃত্য মামলা রুজুু করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল