ঢাকা | বঙ্গাব্দ

সাতসকালে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা:প্রধান বিমানবন্দর বন্ধ

সাতসকালে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা: বেজে উঠেছে সাইরেন, প্রধান বিমানবন্দর বন্ধ
  • আপলোড তারিখঃ 18-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 66857 জন
সাতসকালে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা:প্রধান বিমানবন্দর বন্ধ ছবির ক্যাপশন: প্রতীকী ছবি
ad728

সাতসকালে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা: বেজে উঠেছে সাইরেন, প্রধান বিমানবন্দর বন্ধ

সাতসকালে ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। তাদের ছোড়া ক্ষেপণাস্ত্রের কারণে(১৮মে) রবিবার ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের ওঠানামা সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়েছে। ইসরায়েলের সম্প্রচারমাধ্যম চ্যানেল ১২ এর বরাতে আল জাজিরা এ খবর জানিয়েছে।

বেন গুরিয়ন ইসরায়েলের প্রধান ও সবচেয়ে ব্যস্ত আন্তর্জাতিক বিমানবন্দর। বিমানবন্দরটিতে উড়োজাহাজ ওঠানামায় এই স্থগিতাদেশ কতক্ষণ কার্যকর থাকবে, তা এখনো স্পষ্ট নয়।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, রবিবার সকালে ইয়েমেন থেকে ছোড়া ইসরায়েলে একটি ক্ষেপণাস্ত্র তারা ভূপাতিত করেছে। ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার কারণে ইসরায়েলের মধ্যাঞ্চলজুড়ে সতর্কতাস্বরূপ সাইরেন বাজানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী।

চ্যানেল ১২ ইসরায়েলি সামরিক বাহিনীর বরাতে জানিয়েছে, ইয়েমেন থেকে ইসরায়েল অভিমুখে আরেকটি ক্ষেপণাস্ত্র ছোড়ার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি।

ইয়েমেনের ইরানসমর্থিত হুতি বিদ্রোহীরা ইসরায়েলকে নিশানা করে এসব ক্ষেপণাস্ত্র নিক্ষেপ অব্যাহত রেখেছে। হুতিরা জানিয়েছে, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের নির্বিচার হামলার প্রতিবাদে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তাদের এই হামলা।

চলতি মাসের শুরুর দিকেও হুতিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এই বিমানবন্দরের সীমানায় আঘাত হেনেছিল। এতে দেশটির এই বিমানবন্দরের একটি সড়ক ও একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়। তখনও কয়েক ঘণ্টার জন্য উড়োজাহাজের ওঠানামা বন্ধ রাখা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত