মো. কামরুল ইসলাম,
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে রোববার দুপুরে সহকারী প্রধান শিক্ষক কাজী মো. ওয়াজেদ উল্লাহ’র সভাপতিত্বে আবেগঘন পরিবেশে প্রধান শিক্ষক মো. আবু মোছা’র অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাজীব চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আল মামুন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (অব.) কৃষিবিদ মো. শহীদুল হক, একাডেমিক সুপারভাইজর হাসনাত জাহান, লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোর্শেদুল ইসলাম লিটন, ইচ্ছাময়ী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ মো. ইয়াছিনুল হক, সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান প্রমুখ।
বিদায়ী প্রধান শিক্ষক আবু মোছার হাতে মানপত্র ও উত্তরীয় তুলে দেন সহকর্মীরা। এ সময় সহকর্মী ও শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে জানান- দীর্ঘ প্রায় ১৭ বছর নিষ্ঠা, সততা ও অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তিনি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শৃঙ্খলা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়টি জাতীয়করণ হয়েছে।
শিক্ষকরা বলেন- প্রতিষ্ঠান প্রধান হিসেবে তিনি ছিলেন নিবেদিত প্রাণ, দূরদর্শী ও অভিভাবক সুলভ। শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের শিক্ষা দেওয়াই ছিল তাঁর মূল দর্শন।
বিদায়ী প্রধান শিক্ষক আবু মোছা সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন-“এ বিদ্যালয়, শিক্ষার্থী আর এলাকার মানুষই আমার প্রেরণার উৎস ছিল। অবসর জনিত কারণে আমি বিদায় নিচ্ছি, তবে হৃদয়ের টানে আজীবন এ বিদ্যালয়ের সঙ্গেই জড়িয়ে থাকব"।
অনুষ্ঠান স্থলে শিক্ষার্থীদের চোখের জল আর সহকর্মীদের স্মৃতি চারণায় পরিবেশকে আবেগময় করে তোলে।