ঢাকা | বঙ্গাব্দ

বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দুই ঘণ্টাব্যাপী

রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 11-02-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 129420 জন
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দুই ঘণ্টাব্যাপী ছবির ক্যাপশন: বাংলাদেশ_জাতীয়তাবাদী_দলের_পতাকা
ad728
সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে শুরু হয়ে পৌনে ১১টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী এই বৈঠক চলে।

অনলাইনে সংযুক্ত হয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্তরাজ্যের লন্ডন থেকে ।

বৈঠক সূত্রে জানা গেছে, স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও হাফিজ উদ্দিন আহমেদ বৈঠকে উপস্থিত ছিলেন।

এছাড়াও বৈঠকে যুক্ত ছিলেন অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন লন্ডন থেকে অনলাইনে ।

এর আগে সন্ধ্যায় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে। সেখানে প্রায় দেড় ঘণ্টা আলোচনা হয়। অতপর মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের ব্যাপারে প্রধান উপদেষ্টা তাদের আশ্বাস দিয়েছেন। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে আলোচনা হয়। ধারণা করা হচ্ছে, বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও সেসব ইস্যু নিয়েই আলোচনা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল