ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত এক

কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে সড়ক দূর্ঘটনায় দু’জন গুরুতর আহত ও রাকিব (২৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যূ হয়েছে। নিহত রাকিব ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার বাবুখালী গ্রামের বাসিন্দা আবদুল মজিদের পুত্র।
  • আপলোড তারিখঃ 05-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15482 জন
অষ্টগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত এক ছবির ক্যাপশন: সড়ক দুর্ঘটনায় নিহত রাকিব
ad728
অষ্টগ্রামে সড়ক দূর্ঘটনায় নিহত এক


অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি:


কিশোরগঞ্জের হাওর উপজেলা অষ্টগ্রামে সড়ক দূর্ঘটনায় দু’জন গুরুতর আহত ও  রাকিব (২৫) নামে এক ব্যবসায়ী নিহত  হয়েছেন। নিহত রাকিব ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানার বাবুখালী গ্রামের বাসিন্দা আবদুল মজিদের পুত্র।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) হাওরের অষ্টগ্রাম-ইটনা-মিঠামইন অলওয়েদার সড়কের উপজেলার কাস্তুল ইউনিয়নের বাইশ মিটার ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, হাওরে ঘুরতে এসে তিন বন্ধু অষ্টগ্রাম থেকে মিঠামইন যাওয়ার পথে বাইশ মিটার ব্রীজ এলাকায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারালে দু’জন গুরুতর আহত ও ঘটনাস্থলে রাকিবের মৃত্যু হয়। অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন এ তথ্য নিশ্চিত করেছেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।