ঢাকা | বঙ্গাব্দ

কটিয়াদীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার ১৫ মার্চ সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কমপ্লেক্স চত্ত্বরে এ প্লাস ক্যাম্পেইন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ঢাকা স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মোঃ সাইফুল ইসলাম ।
  • আপলোড তারিখঃ 15-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 313 জন
কটিয়াদীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন ছবির ক্যাপশন: কটিয়াদীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন
ad728


মাইনুল হক মেনু, স্টাফ রিপোর্টার : 

সারা দেশের ন্যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার ১৫ মার্চ সকাল ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে কমপ্লেক্স চত্ত্বরে এ প্লাস ক্যাম্পেইন আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন ঢাকা স্বাস্থ্য সেবা বিভাগের উপ-সচিব মোঃ সাইফুল ইসলাম ।

এই সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ঈশা খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও সৈয়দ মোঃ শাহরিয়ার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মেহেদী হাসান,স্বাস্থ্য পরিদর্শক(ইনচার্জ) মোঃ জহিরুল ইসলাম,(ইপিআই) এর এমটি রিয়াজ মাহমুদ মুক্তারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ ঈশা খান জানান,ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে উপজেলার ২৪৮টি কেন্দ্রে এ ক্যাপসুল খাওয়ানো হয়। ৬ থেকে ১১ মাস বয়সের ৫ হাজার ৩৯২ জন শিশু ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ৪২ হাজার ৫৩৫ জন শিশু, মোট ৪৭ হাজার ৯২৭ জন শিশুকে ভিটামিন এ টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যেসব শিশু টিকা খাওয়া থেকে বঞ্চিত হয়েছে, তাদেরকে পরদিন ইপিআই কেন্দ্রে এ টিকা খাওয়ানো হবে। ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্দেশ্যে ৬-৫৯ মাস বয়সী শিশুদের ভিটামিন এ এর অভাব জনিত রাতকানা রোগের প্রাদুর্ভাব এক শতাংশের নিচে কমিয়ে আনা এবং শিশুদের রোগ প্রতিরোধ বৃদ্ধির মাধ্যমে অপুষ্টি জনিত মৃত্যু প্রতিরোধ করা।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

গফরগাঁওয়ে উস্থি ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত