হুমায়ন কবির মিরাজ, বেনাপোল: শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্রবীণ রাজনৈতিক নেতা ওলিয়ার রহমানের শারীরিক অবস্থা জানতে তাঁর বাড়িতে ছুটে গেলেন উপজেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
রবিবার (৪ আগস্ট) বিকেলে গোকর্ণ গ্রামে ওলিয়ার রহমানের নিজ বাসভবনে যান তারা। বর্তমানে তিনি পারিবারিকভাবে চিকিৎসাধীন রয়েছেন।
নেতৃবৃন্দ অসুস্থ এই বর্ষীয়ান নেতার পাশে কিছু সময় কাটিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন ও পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেন, ওলিয়ার ভাই শুধু একজন সংগঠক নন, তিনি আমাদের রাজনৈতিক পথ চলার বাতিঘর। তাঁর মতো ত্যাগী নেতারা আমাদের প্রেরণার উৎস। আমরা তাঁর দ্রুত আরোগ্য কামনা করি এবং সবসময় তাঁর পাশে আছি ও থাকব।
সাথে ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, সহ-সভাপতি আব্দুল মজিদ মাজেদ ও আব্দুস ছাত্তার, যুগ্ম সম্পাদক মামুনুর রশিদ, প্রচার সম্পাদক নজরুল ইসলাম, নিজামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, উলাশী ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, লক্ষনপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শামসুর রহমান, ডিহি ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল জব্বার, লক্ষনপুরের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন লিটন, ডিহির সাংগঠনিক সম্পাদক সালাহউদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দিন, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান জনি ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।
সাধারণ নেতাকর্মীদের মধ্যে ছিল সহস্রাধিক বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতা-কর্মীর উপস্থিতি। সবাইই এই নেতার সুস্থতা কামনায় প্রার্থনায় অংশ নেন।
পরে নেতৃবৃন্দ ডিহি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মিলন হোসেনের মা সুফিয়া বেগমের মৃত্যুতে আয়োজিত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন। সেখানে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।