ঢাকা | বঙ্গাব্দ

গফরগাঁওয়ে ৩১ দফা বাস্তবায়নে ফাতাহ খানের লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহের গফরগাঁওয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
  • আপলোড তারিখঃ 12-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 23989 জন
গফরগাঁওয়ে ৩১ দফা বাস্তবায়নে ফাতাহ খানের লিফলেট বিতরণ ছবির ক্যাপশন: ফাতাহ খানের লিফলেট বিতরণ
ad728



রফিকুল ইসলাম খান,গফরগাঁও প্রতিনিবিঃ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়নে ময়মনসিংহের গফরগাঁওয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে দিকে গফরগাঁও পৌরশহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম আহবায়ক এবং ময়মনসিংহ-১০ (গফরগাঁও) আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী এ্যাড. আল ফাতাহ্ খান।


এসময় উপস্থিত ছিলেন পাগলা থানা বিএনপির সাবেক সদস্য আমির উদ্দিন পালোয়ান, আমির হোসেন, শাহ শাহনেওয়াজ বাচ্চু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক দিদারুল ইসলাম, পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোখলেসুর রহমান, যুগ্ম আহবায়ক ডাঃ ইউসুফ, পাগলা থানা ছাত্রদলের সাবেক সদস্য সচিব সুখেন আকন্দ, পাগলা থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোজাহিদুল কবির সেলিম, পাগলা থানা শ্রমিকদল নেতা শরীফ আহমেদ, পাগলা থানা জাসাসের সদস্য সচিব আরিফুল ইসলাম কাজল, জেলা যুবদল সদস্য উজ্জল আহমেদ ও দত্তেরবাজার ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সারফুল ইসলাম শান্তসহ উপজেলা , পাগলা থানা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণকে নিয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

শার্শায় সালিশ বৈঠকে রক্তক্ষয়ী সংঘর্ষে একই পরিবারের ১০ জন আহত