ঢাকা | বঙ্গাব্দ

৩০ বছর পর মাতারবাড়ী-মহেশখালীতে ২৫ লাখ লোকের কর্মসংস্থান হবে

আগামী ৩০ বছরে অর্থাৎ ২০৫৫ সালের মধ্যে মাতারবাড়ী-মহেশখালী এলাকায় ২৫ লাখ লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
  • আপলোড তারিখঃ 04-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 15377 জন
৩০ বছর পর মাতারবাড়ী-মহেশখালীতে ২৫ লাখ লোকের কর্মসংস্থান হবে ছবির ক্যাপশন: চেয়ারম্যান আশিক চৌধুরী
ad728

তিনি বলেন, “মাতারবাড়ী-মহেশখালীকে আমরা চীনের সাংহাই বা সিঙ্গাপুরের মতো উন্নতমানের বন্দর তথা কমার্শিয়াল হাবে রূপান্তরিত করতে চাই।”

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
বিডার নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, আগামী তিন মাসের মধ্যে প্রকল্প বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (এমআইডিএ) মাধ্যমে প্রায় ৩৩ হাজার একর জমিতে এ কর্মপরিকল্পনা বাস্তবায়িত হবে তিন ধাপে—
প্রথম ধাপ: ২০২৫ থেকে ২০৩০ দ্বিতীয় ধাপ: ২০৩০ থেকে ২০৪৫ তৃতীয় ধাপ: ২০৪৫ থেকে ২০৫৫
তিনি আশা প্রকাশ করেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে মাতারবাড়ী-মহেশখালী শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

পানছড়িতে সেনাবাহিনী ও ইউপিডিএফ (মূল) এর মধ্যে গুলিবিনিময়, অত্যাধুনিক অস্ত্র উদ্ধার।