ঢাকা | বঙ্গাব্দ

৩০ বছর পর মাতারবাড়ী-মহেশখালীতে ২৫ লাখ লোকের কর্মসংস্থান হবে

আগামী ৩০ বছরে অর্থাৎ ২০৫৫ সালের মধ্যে মাতারবাড়ী-মহেশখালী এলাকায় ২৫ লাখ লোকের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
  • আপলোড তারিখঃ 04-09-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 62489 জন
৩০ বছর পর মাতারবাড়ী-মহেশখালীতে ২৫ লাখ লোকের কর্মসংস্থান হবে ছবির ক্যাপশন: চেয়ারম্যান আশিক চৌধুরী
ad728

তিনি বলেন, “মাতারবাড়ী-মহেশখালীকে আমরা চীনের সাংহাই বা সিঙ্গাপুরের মতো উন্নতমানের বন্দর তথা কমার্শিয়াল হাবে রূপান্তরিত করতে চাই।”

বুধবার (৩ সেপ্টেম্বর) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
বিডার নির্বাহী চেয়ারম্যান আরও বলেন, আগামী তিন মাসের মধ্যে প্রকল্প বাস্তবায়নের প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করা হবে। মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (এমআইডিএ) মাধ্যমে প্রায় ৩৩ হাজার একর জমিতে এ কর্মপরিকল্পনা বাস্তবায়িত হবে তিন ধাপে—
প্রথম ধাপ: ২০২৫ থেকে ২০৩০ দ্বিতীয় ধাপ: ২০৩০ থেকে ২০৪৫ তৃতীয় ধাপ: ২০৪৫ থেকে ২০৫৫
তিনি আশা প্রকাশ করেন, এ প্রকল্প বাস্তবায়ন হলে মাতারবাড়ী-মহেশখালী শুধু বাংলাদেশের নয়, দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র হিসেবে আত্মপ্রকাশ করবে।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

আমি দলে কোন্দল দেখতে চাইনা, যদি কারও কোন্দলে দল ভোট কম পায়, তাকে ক্ষমা করা হবেনা। বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এড. ফজলুর রহমান