ঢাকা | বঙ্গাব্দ

হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করায় অ্যাডমিন গুলি করে হত্যা।

একজন সদস্যকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বের করে দেওয়ায় খুন হয়েছেন গ্রুপের অ্যাডমিন।
  • আপলোড তারিখঃ 11-03-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 699 জন
হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে রিমুভ করায় অ্যাডমিন গুলি করে হত্যা। ছবির ক্যাপশন: প্রতিকী ছবি
ad728

একজন সদস্যকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে  বের করে দেওয়ায় খুন হয়েছেন গ্রুপের অ্যাডমিন।

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। এই ঘটনায় এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। শনিবার (৮ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।

পুলিশ জানিয়েছে, পেশোয়ারে একটি কমিউনিটি হোয়াটসঅ্যাপ চ্যাট থেকে সরিয়ে দেওয়ার অভিযোগে গ্রুপের অ্যাডমিনিস্ট্রেটরকে গুলি করে হত্যার পর এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম মুশতাক আহমেদ।

সংবাদমাধ্যম জিও নিউজ বলছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় খাইবার পাখতুনখাওয়ার রাজধানীতে মুশতাককে গুলি করে হত্যা করা হয়। পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশটি আফগানিস্তানের সীমান্তবর্তী এবং এখানে রক্তাক্ত সহিংসতার ইতিহাস রয়েছে।

এএফপি এবং স্থানীয় একজন পুলিশ কর্মকর্তার দেখা পুলিশ নথি অনুসারে, আশফাক নামে এক ব্যক্তির বিরুদ্ধে এ খুনের অভিযোগ আনা হয়েছে। এএফপির দেখা মুশতাকের ভাইয়ের বিবৃতি অনুসারে, বিতর্কের পর মুশতাক হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে আশফাককে বের করে দিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।

তিনি বলেন, উভয় পক্ষই দেখা করার এবং পুনর্মিলনের ব্যবস্থা করেছিল। কিন্তু তিনি অভিযোগ করেছেন, আশফাক বন্দুক নিয়ে এসে গুলি চালিয়ে তার ভাইকে হত্যা করে। তার বিবৃতি অনুসারে, ‘হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে অপসারণের প্রতিক্রিয়ায়’ আশফাক রেগে গিয়েছিলেন। আর এই জেরে ঘটে হত্যাকাণ্ডের এই ঘটনা।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
notebook

কলারোয়া উপজেলাতে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দলের আহবায়ক কমিটি গঠন