ঢাকা | বঙ্গাব্দ

নবীনগরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অস্ত্রসহ খান সাহেব নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। নবীনগর থানা পুলিশ বৃহস্পতিবার(০২ অক্টোবর) ভোরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুকসহ তাকে গ্রেফতার করে
  • আপলোড তারিখঃ 02-10-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 33942 জন
নবীনগরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার ছবির ক্যাপশন: অস্ত্রসহ খান সাহেব
ad728



মো. কামরুল ইসলাম, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অস্ত্রসহ খান সাহেব নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। নবীনগর থানা পুলিশ বৃহস্পতিবার(০২ অক্টোবর) ভোরে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের সাহেবনগর এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি একটি দুইনলা বন্দুকসহ তাকে গ্রেফতার করে


জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাহেবনগর গ্রামের ইরা কাজীর বাড়ি এলাকায় অভিযান চালিয়ে খান সাহেব (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। সে ওই গ্রামের মৃত শুক্কু মিয়া ও আম্বিয়া বেগমের ছেলে।


নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম সাংবাদিকদের বলেন,  অবৈধ আগ্নেয়াস্ত্রসহ তাকে আটক করা হয়েছে। আটককৃত খান সাহেব প্রায়ই নদীপথে অস্ত্রের মহড়া দিতেন। কয়েকদিন আগে সে নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যানকে লক্ষ্য করে গুলিও ছুড়েন। তার বিরুদ্ধে হত্যা, বিস্ফোরক ও অস্ত্র আইনে একাধিক মামলা চলমান রয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে শিয়ালের কামড়ে নারী-শিশুসহ আহত ৩