ঢাকা | বঙ্গাব্দ

অষ্টগ্রামে শিক্ষার্থীদের সচেতনতায় ব্রাকের ক্যাম্পেইন

শিক্ষার্থীদের নারী-শিশু, যৌন নির্যাতন ও প্রতিরোধের বিভিন্ন দিক, মাদকাসক্ত, বাল্যবিবাহের কুফল, উচ্চ শিক্ষাসহ নানা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাকের দিনব্যাপী এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
  • আপলোড তারিখঃ 22-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 160866 জন
অষ্টগ্রামে শিক্ষার্থীদের সচেতনতায় ব্রাকের ক্যাম্পেইন ছবির ক্যাপশন: ব্রাকের ক্যাম্পেইনের ছবি
ad728


অষ্টগ্রাম, (কিশোরগঞ্জ) প্রতিনিধি: 

শিক্ষার্থীদের নারী-শিশু, যৌন নির্যাতন ও প্রতিরোধের বিভিন্ন দিক, মাদকাসক্ত, বাল্যবিবাহের কুফল, উচ্চ শিক্ষাসহ নানা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাকের দিনব্যাপী এক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ (২২মে) উপজেলার বাঙ্গালপাড়া হাইস্কুল এন্ড কলেজে ৯ম-১০ম শ্রেণীর অর্ধশতাধিক শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ব্রাক দেওঘর শাখার উদ্যোগে এ ক্যাম্পেইন আয়োজন করা হয়। ব্রাক দেওঘর শাখার পিও শরীফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাকের নারীর ক্ষমতায়ন ও জেন্ডার সমতা বিষয়ক সেক্টর স্পেশালিষ্ট বিলকিস জাহান, বাঙ্গালপাড়া হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিকাশ চন্দ্র রায়, ব্রাক পিও আমিনুল হক, জাহাঙ্গীর আলমসহ বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। ক্যাম্পেইনে সঙ্গতিপূর্ণ বিভিন্ন ভিডিও প্রদর্শনী ও আলোচনা শেষে শিক্ষাথীদের মাঝে এক প্রতিযোগীতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
notebook

পোরশায় ৩১ দফা বাস্তবায়নে বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোস্তাফিজুরের গণসংযোগ ও লিফলেট বিতরণ