নিজস্ব প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ৩৯জন যাত্রীসহ একটি ট্রলার ডুবে গেছে। শনিবার(৩১মে) দুপুর চারটার দিকে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ১৯ জন নিখোঁজ রয়েছেন।
হাতিয়া থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ট্রলারটি যাত্রী নিয়ে মেঘনা নদী দিয়ে ভাসানচর থেকে হাতিয়ার দিকে যাচ্ছিল।
পুলিশের এই কর্মকর্তা বলেন, প্রবল ঢেউয়ে ট্রলারটি ডুবে গেলে ২০জন সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। তবে ১৯জন যাত্রী এখনও নিখোঁজ।
নিখোঁজদের খোঁজে নৌবাহিনী উদ্ধার অভিযান শুরু করেছে বলে জানান তিনি।