ঢাকা | বঙ্গাব্দ

আড়াইবাড়ী কামিল মাদরাসার সাবেক শিক্ষক জাহাঙ্গীর আলম মাস্টারের জানাযা সম্পন্ন

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা ও চকচন্দ্রপুর দাখিল মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক, কসবা পুরাতন বাজারের সাবেক ব্যবসায়ী ও শীতলপাড়া নিবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাস্টার (৭৬) শনিবার সকাল সাড়ে ৭টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
  • আপলোড তারিখঃ 26-07-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 8375 জন
আড়াইবাড়ী কামিল মাদরাসার সাবেক শিক্ষক জাহাঙ্গীর আলম মাস্টারের জানাযা সম্পন্ন ছবির ক্যাপশন: আড়াইবাড়ী কামিল মাদরাসার সাবেক শিক্ষক জাহাঙ্গীর আলম মাস্টারের জানাযা
ad728



অধ্যাপক শেখ কামাল উদ্দিন,কসবা প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা ও চকচন্দ্রপুর দাখিল মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক, কসবা পুরাতন বাজারের সাবেক ব্যবসায়ী ও শীতলপাড়া নিবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলম মাস্টার (৭৬) শনিবার সকাল সাড়ে ৭টায় বার্ধক্যজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

ওইদিন বাদ আছর সাবেক কর্মস্থল দরবার শরীফের আওতাধীন আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসা ও ঐতিহাসিক জামে মসজিদ প্রাঙ্গণে নামাযে জানাযা শেষে জাবারিয়া কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ পুত্র,১ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আড়াইবাড়ী দরবার শরীফের পীর হযরত মাওলানা মুহাম্মদ গোলাম খাবীর সাঈদী ও আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হযরত মাওলানা মুফতি মো. আমিনুল ইসলাম শোক প্রকাশ করে মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। তাঁর জানাযায় ছাত্র-শিক্ষক, সাংবাদিক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

‎লোগাং-এ জুলাই গন অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত