ঢাকা | বঙ্গাব্দ

জিআই স্বীকৃতি পেল হাওরের ঐতিহ্যবাহী পনির ও রাতাবোরো ধান

বুধবার(৩০ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংশ্লিষ্ট অধিদপ্তরের আয়োজিত ‘বিশ্ব মেধা সম্পদ দিবস ২০২৫’ অনুষ্ঠানে এ সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে অষ্টগ্রামের পনির, কিশোরগঞ্জের রাতাবোরো ধানসহ ২৪ টি পণ্যকে জিআই নিবন্ধন সনদ দেওয়া হয়।
  • আপলোড তারিখঃ 01-05-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 81353 জন
জিআই স্বীকৃতি পেল হাওরের ঐতিহ্যবাহী পনির ও রাতাবোরো ধান ছবির ক্যাপশন: সংগৃহীত
ad728



অষ্টগ্রাম, কিশোরগঞ্জ প্রতিনিধি :

যখন কোন দেশের পরিবেশ, আবহাওয়া ও সংস্কৃতি কোন পন্য উৎপাদনে ভূমিকা রাখে তাহলে সেটিকে ওই দেশের ভৌগোলিক নির্দেশক(জিআই) পন্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয়ে থাকে। বলা যায়, বিশ্বের কাছে যে পণ্যের মাধ্যমে একটি দেশ অঞ্চল বা সংস্থা পরিচিতি পাবে তাই হচ্ছে জিআই পণ্য। ডব্লিউআইপিও-এর নিয়ম মেনে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্টস, ডিজাইন এবং ট্রেডমার্ক বিভাগ এ স্বীকৃতি ও সনদ দিয়ে থাকে। 

বুধবার(৩০ এপ্রিল) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংশ্লিষ্ট অধিদপ্তরের আয়োজিত ‘বিশ্ব মেধা সম্পদ দিবস ২০২৫’ অনুষ্ঠানে এ সনদ প্রদান করা হয়। অনুষ্ঠানে অষ্টগ্রামের পনির, কিশোরগঞ্জের রাতাবোরো ধানসহ ২৪ টি পণ্যকে জিআই নিবন্ধন সনদ দেওয়া হয়।

জিআই স্বীকৃতি পাওয়ায় হাওরের পনির বিশ্বব্যাপী ব্রান্ডিং করা সহজ হবে, চাহিদা বৃদ্ধি পাবে, এর আলাদা রিপোটেশন তৈরী হবে, হাওরের ভৌগোলিক পরিচিতি পাবে এমনটাই আশা করছে হাওরবাসী। এ স্বীকৃতেতে তার উৎফুল্ল, তাদের মাঝে উৎসাহের এক দারুন ইমেজ বিরাজ করছে।


কিশোরগঞ্জ জেলা প্রশাসক ফৌজিয়া খান জানান, কিশোরগঞ্জের রাতাবোরো ধান ও অষ্টগ্রামের পনির পণ্যের ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি কিশোরগঞ্জের কৃষি ও খাদ্যশিল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন, যা স্থানীয় পণ্যের মান ও খ্যাতি বৃদ্ধিতে সহায়ক হবে বলে আমি মনে করি


নিউজটি পোস্ট করেছেনঃ ADMIN

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল