ঢাকা | বঙ্গাব্দ

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ

ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ধর্মপ্রান মুসলিম তৌহিদী জনতা ও আলেম সমাজ।
  • আপলোড তারিখঃ 07-04-2025 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 97905 জন
ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে টঙ্গীতে বিক্ষোভ ছবির ক্যাপশন: টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।
ad728

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:   ফিলিস্তিনে ইসরাইলি গণহত্যা ও বর্বরোচিত হামলার প্রতিবাদে গাজীপুরের টঙ্গীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে ধর্মপ্রান মুসলিম তৌহিদী জনতা ও আলেম সমাজ।

সোমবার(৭এপ্রিল) দুপুরে নগরীর টঙ্গী বাজার, পাগার, শিলমুন চেরাগ আলী, কলেজগেটসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল স্টেশন রোড এলাকায় জড়ো হন।

এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের ঢাকামূখী অংশে যান চলাচল বিঘ্নিত হয়ে যানজটের সৃষ্টি হয়। পরে সংক্ষিপ্ত প্রতিবাদ সভার মধ্য দিয়ে কর্মসুচী শেষ করা হয়।

মিছিলে ইসরাইলি আগ্রাসনের নিন্দা, ফিলিস্তিনের নাগরিকদের ওপর চালানো গণহত্যার প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের দাবি উঠে আসে।

এসময় বক্তারা বলেন, আমেরিকার প্রত্যক্ষ মদদে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল যেভাবে ফিলিস্তিনের মুসলমানদের উপর গনহত্যা চালাচ্ছে তা কোন ভাবেই মেনে নেওয়া যায় না। মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল আকসা মসজিদসহ গাজা, রাফাহ, খান ইউনুসের মত শহর আজ ধংসস্তুপে পরিনত হয়েছে। হত্যা করা হয়েছে নারী শিশুসহ লক্ষ মুসলমানকে। অবিলম্বে এই গনহত্যা বন্ধ করে স্বাধীন ফিলিস্তিনকে দখলদার মুক্ত করা দাবী জানান তারা। অন্যতায় সারা পৃথিবীর সব মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে ধংস করার হুঁশিয়ারী দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন টঙ্গী অঞ্চলের বিভিন্ন মসজিদের খতিব, আলেম ও সর্বস্তরের ধর্মপ্রান মানুষ।


নিউজটি পোস্ট করেছেনঃ নিউজ ডেস্ক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

সাপাহারে জুলাই অভ্যুত্থান দিবস উপলক্ষে ইসলামী আন্দোলনের সমাবেশ ও গণমিছিল