কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের কুলিয়ারচরে নতুন মোটরসাইকেল কেনার টাকা না পাওয়ার অভিমান সহ্য করতে না পেরে মো. আমিনুল ইসলাম জয় (২৪) নামের এক যুবক ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে পৌর শহরের আলী-আকবরী মহল্লার নিজ বাড়িতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
নিহত জয় আলী-আকবরী মহল্লার দুবাই প্রবাসী মো. মাসুদ মিয়ার একমাত্র ছেলে। তিনি বিবাহিত এবং দুই সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, জয় প্রায়ই নতুন নতুন মোটরসাইকেল ব্যবহার করতেন। সম্প্রতি আবারও একটি মোটরসাইকেল কেনার জন্য পরিবার থেকে টাকা দাবি করেন। তবে পরিবার টাকা দিতে বিলম্ব করলে অভিমান করে দুপুরে নিজের ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। দীর্ঘসময় সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেলে দরজা ভেঙে ঝুলন্ত মরদেহ দেখতে পান।
খবর পেয়ে কুলিয়ারচর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) হেলাল উদ্দিন পিপিএম বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক অভিমান থেকেই জয় আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
হঠাৎ এই মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী ও স্বজনরা বলেন, “অল্প বয়সে এভাবে জীবন শেষ হয়ে যাওয়া অত্যন্ত দুঃখজনক ও হৃদয়বিদারক।”